১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দারিদ্র্য জয় করে ফিফা সেরা

ফিফা সভাপতির হাত থেকে পুরস্কার নিচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র : ইন্টারনেট -


সাও গনসালোতে জন্ম ১২ জুলাই ২০০০ সালে। ফ্ল্যামেঙ্গোতে পেশাদার ক্যারিয়ার শুরু। যেখানে ২০১৭ সালে ১৬ বছর বয়সে সিনিয়র দলে পথচলা। কয়েক সপ্তাহ পর লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার জন্য ৩৮ মিলিয়নের চুক্তি। ১৮তম জন্মদিনের পর সান্তিয়াগো বার্নাব্যুতে ২০১৮-১৯ সালে আত্মপ্রকাশ। পরের মৌসুমগুলোতে রিয়াল মাদ্রিদের স্কোয়াডে একজন কার্যকরী সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করা ভিনিসিয়াস জুনিয়রের। ক্লাবটিকে দু’টি লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগের ডাবলস জিততে সাহায্য করা। ২০২২ ও ২০২৪ ফাইনালে জয়সূচক গোল। ২০২৪ সালে টুর্নামেন্টের সেরা নির্বাচিত। ২০২৩ ও ২০২৪ সালে দু’বার ফিফরো বিশ্ব একাদশ এবং সবশেষ ২০২৪ সালে সেরা ফিফা পুরুষ খেলোয়াড় হিসেবে পুরস্কার লাভ। ব্রাজিলের সেই রিও ডি জেনেইরোর ছোট্ট পৌর শহর সাও গনসালোর রাস্তায় রাস্তায় খালি পায়ে বল নিয়ে ড্রিবলিংয়ে দৌড়ে ফিফা ‘বেস্ট’ এর মঞ্চে উঠে এসেছেন ভিনিসিয়াস জুনিয়র।

২০০৬ সালে শুরু হয়েছিল ফুটবল ক্যারিয়ার ভিনিসিয়াসের। তার বাবা সাও গনসালোতে মুতুয়ার আশপাশে অবস্থিত ফ্ল্যামেঙ্গোর শাখা অফিসে তাকে নিয়ে গিয়েছিলেন। দরিদ্র ক্যাথলিক পরিবার থেকে আসা ভিনি তার চাচা উলিসিসের সাথে আবোলিসিয়াতে বসবাস শুরু করেন। ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে নিটেরোইয়ের কেন্দ্রে অবস্থিত বিখ্যাত ক্লাব ক্যান্টো ডো রিও-তে ফ্ল্যামেঙ্গোর স্কুলে ফুটসাল ক্লাসে অংশ নেন তিনি। ভিনি বলেছিলেন, ফুটসাল নয় ফুটবল খেলতে চান। সেখানের শুরু। এরপর ফ্রামেঙ্গো থেকে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে।

রিয়াল মাদ্রিদের জার্সিতে সাফল্যে ভরা একটি মৌসুম কাটিয়ে দলের সব অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অসাধারণ এই স্বীকৃতি পেলেন ভিনিসিয়াস। এবারের ব্যালন ডি’অর জয়ী রদ্রি, রেকর্ড আটবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসিকে হারিয়ে ফিফার বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। রদ্রির কাছে গত অক্টোবরে ব্যালন ডি’অরের লড়াইয়ে ভিনি হেরেছিলেন ৪১ পয়েন্টে।
বিশ্বসেরা হতে এবার ভক্তদের কাছে থেকে ভিনিসিয়াস পয়েন্ট পেয়েছেন ১১ লাখ, সেখানে ২ লাখ ৬৪,৮৩৫ পয়েন্ট পেয়েছেন দ্বিতীয় হওয়া রদ্রি। অধিনায়কদের পছন্দেও ৬১৭ পয়েন্ট পেয়ে রদ্রির চেয়ে এগিয়ে ছিলেন ২৪৪ পয়েন্টে। কোচদের কাছ থেকে ম্যানচেস্টার সিটি তারকা ৪৬১ পয়েন্ট পেয়েছেন আর ভিনি ৪৩৮। সব মিলে ভিনির মোট পয়েন্ট সংখ্যা ৪৮ আর রদ্রির ৪৩। ৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ জয় করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস।

বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন স্পেনের আইতানা বোনমাতি। বর্ষসেরা পুরুষ কোচ রিয়াল মাদ্রিদের কার্লো অ্যানচেলোত্তি। এমা হেইস হয়েছেন বর্ষসেরা নারী কোচ। আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ সেরা গোলকিপার। বর্ষসেরা নারী গোলকিপার অ্যালিসা নায়েহার। পুসকাস অ্যাওয়ার্ড পেয়েছেন আর্জেন্টিনার আলেজান্দ্রো গারনাচো। এ বছর প্রথমবারের মতো মার্তা অ্যাওয়ার্ডটি উঠেছে ব্রাজিলিয়ান নারী কিংবদন্তি ফুটবলার মার্তার হাতেই। ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছেন থিয়াগো মাইয়া। গিলের্মে গানদ্রা মউরা পেয়েছেন ফিফা ফ্যান অ্যাওয়ার্ড।
কাতারে গত পরশু ফিফা সভাপতির কাছ থেকে ট্রফি নিয়ে ভিনি স্মরণ করলেন পেছনে ফেলে আসা পথ ও পথের মানুষদের।
ভিনি বলেন, ‘এ পর্যায়ে উঠে আসাটা অসম্ভব মনে হচ্ছিল। আমি ছিলাম একটা শিশু, যে সাও গনসালোর রাস্তায় খালি পায়ে ফুটবল খেলেছি। দারিদ্র্য ছিল, এখানে আসাটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। যেসব খেলোয়াড়, কোচ, সাংবাদিক ও ভক্তরা যারা ভোট দিয়েছেন, তাদের ধন্যবাদ।’

 


আরো সংবাদ



premium cement
সাংবাদিক এ টি এম তুরাব হত্যা, এডিসি দস্তগীর ৫ দিনের রিমান্ডে পূরণ হলো ভারত-পাকিস্তানের চাওয়া, হাইব্রিড মডেলই শেষ ভরসা দেশ গঠনে জামায়াতের দায়িত্বশীলদের নিরলসভাবে কাজ করার আহ্বান সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক লোহাগাড়ায় সাংবাদিক পিটিয়ে থানায় খোশগল্পে আ’লীগ নেতা টঙ্গীতে তাবলিগ জামাতের সংঘর্ঘের ঘটনায় মামলা জুলাই বিপ্লবের যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে এনএসইউতে অবস্থান কর্মসূচি ৩ বাংলাদেশীকে বিএসএফের হত্যার প্রতিবাদ ছাত্রশিবিরের ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ২৩৬ কেরানীগঞ্জে খেলনা পিস্তল নিয়ে ব্যাংকে ঢুকেছিল ডাকাতরা মৃত্যুপথযাত্রী রোগীকে বাঁচাতে ব্যাংকে ডাকাতির চেষ্টা! ৩ জনের ২ জনই কিশোর

সকল