আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় অশ্বিনের
- ক্রীড়া ডেস্ক
- ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
গুঞ্জনটা কয়েক দিন আগে থেকেই শোনা যাচ্ছিল। সেটিই অবশেষে সত্যি হলো। ব্রিসবেন টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেনে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট শেষে হঠাৎই এ ঘোষণা দেন তিনি। উলনগ্যাব্বায় প্রথম দিন থেকেই দাপট ছিল বৃষ্টির। শেষ পর্যন্ত এই বৃষ্টির কারণে তৃতীয় টেস্ট ড্র হয়। অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশে থাকলেও ব্রিসবেন টেস্টের একাদশে ছিলেন না ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোহিত শর্মার সাথে আসেন অশ্বিনও। সেখানেই নিজের সিদ্ধান্তের কথা জানান ভারতীয় এই স্পিনার।
অশ্বিন বলেন, ‘আমি আপনাদের বেশি সময় নেবো না। ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে সব সংস্করণেই আজই আমার শেষ দিন। আন্তর্জাতিক পর্যায় থেকে বিদায় নিলেও ক্রিকেটার হিসেবে আমার যে তাড়না আছে, সেটি আমি ক্লাব পর্যায়ের ক্রিকেটে দেখাতে চাইব।’
সিরিজের দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডে ব্যাট হাতে প্রথম ইনিংসে ২২ ও দ্বিতীয় ইনিংসে ৭ রান করেন অশ্বিন। বল হাতে প্রথম ইনিংসে ১ উইকেট নিলেও বলই করেননি দ্বিতীয় ইনিংসে। ব্রিসবেনে তার জায়গায় রবীন্দ্র জাদেজাকে দলে নেয় ভারত। সুযোগ পেয়েই বল হাতে কোনো উইকেট না পেলেও ব্যাট হাতে ভারতের ইনিংস পরাজয় থেকে ভারতকে রক্ষা করতে তার ৭৭ রানের ইনিংসটি ছিল গুরুত্বপূর্ণ। জাদেজার এমন পারফরম্যান্সের পর চতুর্থ টেস্টেও একাদশে জায়গা হারাবেন, এমনটি বুঝেই অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেন অশ্বিন।
ভারতীয়দের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট অশ্বিনের। ১৩ বছরের ক্যারিয়ারে ১০৬ ম্যাচে ৫৩৭ উইকেট নিজের ঝুলিতে পুড়েছেন ডান হাতি এই স্পিনার। অশ্বিনের আগে ভারতীয়দের মধ্যে ১৩২ ম্যাচে ৬১৯ উইকেট নিয়ে আছেন শুধু সাবেক স্পিনার অনিল কুম্বলে।
এদিকে বৃষ্টি বিঘি্ণত ভারত-অস্ট্রেলিয়া ব্রিসবেন টেস্ট ড্র হয়েছে। গতকাল শেষ দিনে জয়ের জন্য দরকার ছিল ২৭৫ রান। কিন্তু ৮ রান তুলতেই বৃষ্টি এবং খেলা ড্র’তে সমাপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা