১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গ্লোবাল টি-২০ আত্মবিশ্বাস যুগিয়েছে : মাহেদী

উইকেট নেয়া শেখ মাহেদী হাসানের সাথে শূন্যে ভাসছেন রিশাদ হোসেন : ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট -

বিপিএল দিয়েই শেখ মাহেদী হাসানের উত্থান। আর দলটির কোচ ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। যে কারণে মাহেদীর সবকিছু একেবারেই জানাশোনা সালাউদ্দিনের। গত মাসে সেই সালাউদ্দিন হয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। জয় পাওয়ার ম্যাচে দলের নায়ক মাহেদী নিজেই। ব্যাট হাতে কার্যকর অবদানের পর ১৩ রান খরচায় তুলে নিয়েছেন ৪ উইকেট। এটি তার ক্যারিয়ারসেরা বোলিং। এর আগে ২০২১ টি-২০ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ১৯ রানে ৩ উইকেট ছিল এত দিন তার সেরা বোলিং।

পোস্ট ম্যাচে সালাউদ্দিনের প্রসঙ্গে মেহেদী বলেন, ‘আমি যখন ঘরোয়া ক্রিকেট শুরু করি, উনার সাথেই শুরু করেছি। উনি মাঠে থাকলে আত্মবিশ্বাস পাই। কোনো ভুল করলে সাথে সাথে উনি ধরতে পারেন। সেই ম্যাসেজও দিয়ে দেন। এমন একজন কাছে থাকলে নিজেরও বুস্ট আপ হয়।’
নতুন অধিনায়ক এবং শূন্যতে ফেরা লিটন দাসকে নিয়ে তার বক্তব্য, ‘লিটনের ক্যাপ্টেন্সি আউটস্ট্যান্ডিং। অনেক সাহসিকতা দেখিয়েছে। যখন যেটা করা দরকার সেটি করার চেষ্টা করেছে। প্রথম ৬ ওভারে আমরা ভালো অবস্থানে ছিলাম। আবার একটা পার্টনারশিপ মোমেন্টাম বদলে দেয়। আমরাও ব্যাটিংয়ে এরকমই ছিলাম। দিনশেষে সফল হয়েছি ভালো লাগছে। যে খারাপ খেলে সে বোঝে তার ভেতরে কী চলে। আমরা সবাই সাপোর্ট করি যাতে সে আগামীতে কিভাবে ফিরে আসবে। ইম্পরট্যান্ট প্লেয়ার, ফর্মে ফিরলে দলের জন্য, দেশের জন্যই ভালো।’
ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে মাহেদী বলেন, ‘আমরা চেষ্টা করেছি টাইট বোলিং করার জন্য। কারণ, আমাদের পুঁজি ছিল কম। এই কম পুঁজিকে ধরে রাখতে হলে, তেমন বোলিংই করতে হবে। আমি এই উইকেটগুলো বেশ উপভোগ করেছি। গ্লোবাল টি-২০ লিগে খেলেছিলাম, যা আমাকে বেশ আত্মবিশ্বাস জুগিয়েছে।’

শামীম পাটোয়ারীর প্রশংসায় মাহেদীর বক্তব্য, ‘শামীম দারুণ একটি ইনিংস খেলেছে। ১৩ বলে এক চার ও তিন ছক্কায় ২৭ রান। ওই সময়টা আমাদের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করেছি তার সাথে একটা ভালো জুটি গড়ে তোলার জন্য।’
হাসান মাহমুদ শেষ ওভারে রোভম্যান পাওয়েল ও আলজারি জোসেফকে আউট করেন। এমন কিছু করবেন সেই বিশ্বাস ছিল ম্যাচসেরা শেখ মাহেদীর। ‘হাসান আবারো নিজেকে প্রমাণ করেছে। আয়ারল্যান্ড সিরিজে ডেথ ওভারে একটি ম্যাচ জিতিয়েছে। ওই ম্যাচের কথা মনে হওয়ায় পর অনুভূত হচ্ছিল হাসান পারবে। ওর বিশ্বাস ছিল কি না জানি না, তবে আমার নিজের ভেতরই বিশ্বাসটা ছিল হাসান ম্যাচটা শেষ করবে। আলহামদুলিল্লাহ শেষ ওভারে অসাধারণ বল করেছে।’

 

 


আরো সংবাদ



premium cement