০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

৫ ডিসমিসালে লিটনের রেকর্ড

রোস্টন চেজের ক্যাচ নিচ্ছেন লিটন কুমার দাস : ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট -

সময়টা ভালো যাচ্ছে না লিটন কুমার দাসের। ব্যাট হাতে নিজেকে তো খুঁজেই পাচ্ছেন না। ওয়েস্ট ইন্ডিজ সফর তো দুঃস্বপ্নের মতো কাটছে। ওয়ানডে সিরিজের তিন ম্যাচে তার স্কোর এমন- ০, ৪, ২! টি-২০ সিরিজেও ব্যর্থতার সেই পথ থেকে মুক্তি পাননি লিটন। টি-২০ আবার আছেন দলের নেতৃত্বে।
সিরিজের প্রথম ম্যাচেই শূন্য রানে ফিরেছেন লিটন। আকিল হোসেইনের বলে তারই হাতে ক্যাচ দেন অধিনায়ক। অবশ্য এই ব্যক্তিগত ব্যর্থতার দিনে তার নেতৃত্বে জিতল দল। বিজয় দিবসে রঙিন হলো ১৬ ডিসেম্বরের সকাল। সিরিজের প্রথম টি-২০তে বাংলাদেশ পায় ৭ রানের রুদ্ধশ্বাস জয়।
একই দিনে রেকর্ডও গড়লেন লিটন। বাংলাদেশের উইকেটরক্ষক হিসেবে টি-২০র এক ম্যাচে এখন সবচেয়ে বেশি ডিসমিসালের নতুন রেকর্ড তার। ক্যারিবীয়দের বিপক্ষে ৫ ডিসমিসাল। নিকোলাস পুরানকে করেন স্ট্যাম্পিং। ক্যাচ নেন রভম্যান পাওয়েল, আন্দ্রে ফ্লেচার, রস্টন চেজ ও গুদাকেশ মোতির।

এ অর্জনে লিটন দাস পেছনে ফেললেন নুরুল হাসান সোহান ও মুশফিকুর রহীমের ৩ ডিসমিসালের ৪ রেকর্ড। অভিজ্ঞ মুশফিকের ৪০০টি ডিসমিসালের একটি ছিল এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে। এ ছাড়া নুরুল হাসান সোহানের দুই ডিসমিসাল ২০২১ বিশ্বকাপে পাপুয়া নিউগিনি আর ২০২২ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে।
একই দিনে তাসকিন আহমেদও ছিলেন আলোচনায়। জোড়া উইকেট নেন তিনি। বাংলাদেশের পেসারদের মধ্যে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড এখন তাসকিনের। ২০২৪ সালে তাসকিন নিয়েছেন ৫৮ উইকেট। ২০১৮ সালে মোস্তাফিজের ছিল ৫৭ উইকেট। সামনে আরো দু’টি ম্যাচ আছে। নিজেকে আরো এগিয়ে নেয়ার সুযোগ আছে এই পেসারের।
ম্যাচের সেরা শেখ মাহেদী হাসানও পা রাখলেন অনন্য উচ্চতায়। তৃতীয় বাংলাদেশি হিসেবে এক টি-২০ ম্যাচে ২৫ রান ও ৪ উইকেট নেয়ার কীর্তি গড়েন তিনি। মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের ক্লাবে নাম লেখালেন এই অলরাউন্ডার।

 


আরো সংবাদ



premium cement