১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিধ্বস্ত গার্দিওলা কি এবার চাকরি হারাবেন

-

তীব্র স্রোতের মধ্যে ডুবন্ত মানুষ যেমন খড়কুটো ধরে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে থাকে, পেপ গার্দিওলার অবস্থা হয়েছে তেমনই। কোচিং ক্যারিয়ারে ম্যানচেস্টার সিটি কোচের এমন বিভীষিকাময় মুহূর্ত যেন সবকিছুর মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। নিজেদের মাঠে ম্যানচেস্টার ডার্বিতে গত পরশু জিততে জিততেই হেরে যাওয়া ম্যাচটি স্প্যানিশ এই কোচের ক্ষত আরো বাড়িয়ে দিলো। ৮৮ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে থাকার পর ২ মিনিটের এক ‘তুফানে’ সিটিজেনদের জয় ছিনিয়ে নেয় রুবেন আমোরিমের ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচের আগে সিটি থেকে বহিষ্কার হওয়ার শঙ্কার কথা জানিয়েছিলেন গার্দিওলা। দলের এমন দুর্দশা চলতে থাকলে ক্ল¬াবটির ইতিহাসের সেরা কোচের চাকরি হারানোর সম্ভাবনা বাস্তবেই পরিণত হতে পারে।

প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে সাউদাম্পটনকে গোলবন্যায় ভাসিয়ে ৫-০তে জিতেছে টটেনহ্যাম। ঘরের মাঠে ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। এ দিকে লা লিগায় একের পর এক ম্যাচে পয়েন্ট খোয়ানোকে অভ্যাসে পরিণত করেছে বার্সেলোনা। লিগে পয়েন্ট টেবিলের তলানির এক দলের বিপক্ষে ঘরের মাঠেই হেরে বসেছে কাতালান ক্লাবটি। দুই ম্যাচ নিষিদ্ধ থাকায় ডাগ আউটে হ্যান্সি ফ্লিকের অনুপস্থিতিতে লেগানেসের বিপক্ষে ১-০ গোলে হারে জার্মান কোচের শিষ্যরা। পুরো ম্যাচে ৮০ শতাংশ বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ২০টি শট নিয়েও অবিশ্বাস্য হারের নজির সৃষ্টি করল ন্যূ ক্যাম্পের দলটি। ম্যাচের একমাত্র গোলটি লেগানেসের ডিফেন্ডার সার্জিও গঞ্জালেজের সৌজন্যে। এই নিয়ে লা লিগায় সবশেষ ছয় ম্যাচে মাত্র একবারই জয় পেয়েছে রবার্ট লেভানোদোভস্কিরা।

এই হারের পরও আপাতত ১৮ ম্যাচে পয়েন্ট ৩৮ নিয়ে তালিকার শীর্ষেই স্প্যানিশ ক্লাবটি। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে পয়েন্ট ব্যবধানে পিছিয়ে থেকে দুইয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ আর ৩৭ পয়েন্ট নিয়ে পরের অবস্থানেই রিয়াল মাদ্রিদ।
ইত্তিহাদে শুরুর দিকে ‘ম্যানচেস্টার ডার্বি’র উত্তাপের ছিটেফোঁটাও ছিল না। ৩৬ মিনিটে ভার্দিওলের গোলের পর ম্যাড়ম্যাড়ে ম্যাচে মোড় ঘুরে যায় ৮৮ ও ৯০ মিনিটে। পেনাল্টি থেকে ব্রনো ফার্নান্দেজের গোলের খানিকটা পরই আইভেরিকোস্টের মিডফিল্ডার আমাদ দিয়ালো বল জালে পাঠালে কপাল পোড়ে গার্দিওলার সিটির। ম্যাচ শেষে স্প্যানিশ এই কোচ এমন সুরে কথা বললেন যেন হালই ছেড়ে দিয়েছেন। সিটি কোচ বলেন, ‘আমি হয়তো যথেষ্ট ভালো না। আমি কোচ ও আমাকেই এই সমস্যার সমাধার বের করতে হবে, তবে এখন পর্যন্ত আমি ব্যর্থ। এটাই এখন বাস্তবতা।’
দুঃস্বপ্নের মতো একটি মৌসুম কাটানো গার্দিওলা ঝুলিভর্তি অভিজ্ঞতা নিয়েও কোনো কূলকিনারা করতে পারছেন না। এর মধ্যে ক’দিন আগেই বলেছিলেন ম্যানচেস্টার সিটি দিয়েই ইতি টানবেন ক্লাব কোচিং ক্যারিয়ার। সে ক্ষেত্রে চলতি মৌসুমেই যদি সিটি থেকে ৫৩ বছর বয়সী এই কোচের বিদায়ঘণ্টা বেজে যায়, তবে ক্লাব কোচিং অধ্যায়ের শেষটা করুণভাবেই হবে গার্দিওলার।


আরো সংবাদ



premium cement