জয়ের হাসি মেয়েদেরও
- ক্রীড়া প্রতিবেদক
- ১৭ ডিসেম্বর ২০২৪, ০০:৫৪
বিজয় দিবসে বাংলাদেশকে রুদ্ধশ্বাস এক জয় উপহার দিয়েছে পুরুষদের ক্রিকেট দল। উইন্ডিজকে হারিয়েছে ৭ রানে। এরপর মেয়েদের ক্রিকেটও দেশকে সুখবর দিলো। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে তারা ২৮ রানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। আজ স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
কুয়ালালামপুরের বেমাস ওভালে এ ম্যাচটি বৃষ্টির কারণে নেমে এসেছিল ১৭ ওভারে। সে ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১২২ রান তোলে বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কাকে ৮ উইকেট হারিয়ে ৯৪ রানের বেশি করতে দেননি সুমাইয়া-নিশিতা-সাদিয়ারা।
বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন সাদিয়া আকতার। তিনি ২৫ বলে ৩ ছক্কায় করেন ৩১ রান। তাকে সঙ্গ দেন আফিয়া আসিমা ইরা ও মোসাম্মৎ সুমাইয়া। দু’জন মিলে শেষ দিকে ৪৯ রানের জুটি গড়েন, যা বাংলাদেশকে ১২২ রানের পুঁজি এনে দেয়।
১৭ ওভারে ১২৩ রানের লক্ষ্যে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ১০.৫ ওভারে ৫৮ রানেই ৫ উইকেট হারায় লঙ্কানরা। ষষ্ঠ উইকেটে রাশমিকা সেওয়ান্দি ও দাহামি সানেথমা গড়েন ২৫ বলে ২৫ রানের জুটি। এই জুটিটাই শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ। ১৭ ওভারে ৮ উইকেটে ৯৪ রানে থেমে যায় লঙ্কানরা। শ্রীলঙ্কার ইনিংস সর্বোচ্চ ২১ রান করেন সাঞ্জানা কাভিন্দি। ১৩ বলে ৫ চারে ২১ রান করেন লঙ্কান এই ওপেনার। বাংলাদেশের সুমাইয়া আকতার নিয়েছেন ১২ রানে ৩ উইকেট। ম্যাচসেরা হওয়া নিশি ১৬ রান খরচায় নেন ২ উইকেট, তাতেই বাংলাদেশ ২৮ রানের সহজ এক জয় তুলে নেয়।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ১৭ ওভারে ১২২/৯ (জুয়াইরিয়া ০, ঈভা ১৮, সুবর্ণা ২৪, জান্নাতুল ৬, সুমাইয়া ১, আফিয়া ২৫, সাদিয়া ৩১, হাবিবা ৪, ফারজানা ০, নিশিতা ১*; সেওয়ান্দি ৪/২৩, হানসিকা ১/২০, মেথসারা ২/১১, থালাগুনে ২/২০)।
শ্রীলঙ্কা : ১৭ ওভারে ৯৪/৮ (কাভিন্দি ২১, থিলাকারাতেœ ১৬, নিসানসালা ১৫, সেওয়ান্দি ২০, নিশিতা ২/১৬, আফিয়া ১/১৭, আনিসা ০/১৯, ফারজানা ২/১২, সুমাইয়া ৩/১২)।
ফল : বাংলাদেশ ২৮ রানে জয়ী।
ম্যাচসেরা : নিশিতা আক্তার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা