১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রোমাঞ্চকর জয়ের পর নতুন লক্ষ্য বাংলাদেশের

-

১৬ ডিসেম্বর বিজয় দিবসের সকালেই রোমাঞ্চ ছড়ানো এক জয় পেয়েছে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে যেখানে রুদ্ধশ্বাস উত্তেজনা ছড়ানো ম্যাচে শেষ ওভারে এসে ৭ রানে জিতল বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টেই পরের টি-২০। আগামীকাল দ্বিতীয় ম্যাচে জিতলেই সিরিজটা টাইগারদের হয়ে যাবে।
অল্প পুঁজিতে জিততে পারব এমন আত্মবিশ্বাস ম্যাচের মাঝামাঝিতে ছিল লিটন দাসের। সিরিজে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ অধিনায়ক বলছিলেন, ‘দেখুন, আগেও আমরা এখানে খেলেছি। এবার যখন উইকেট দেখলাম, মনে হলো উইকেটের আচরণ আগের মতো হবে না। ভালো ব্যাটিং উইকেট মনে করেছিলাম। কিন্তু আমরা যখন ব্যাটিংয়ে গেলাম, তখন বুঝতে পারলাম যে এটা আসলে খুব ভালো উইকেট নয়। তখনই মনে হলো ১৬০ থেকে ১৫০ রান এখানে ভালো স্কোর।’ যদিও বাংলাদেশ সেই স্কোর করতে পারেনি। দল আটকে যায় ১৪৭ রানে। তার পরও বিশ্বাস ছিল লিটনের, ‘জয়ের বিশ্বাস অবশ্যই ছিল। কারণ আমাদের বোলারদের সামর্থ্য জানতাম। যে বোলাররা আছে, তাদের ওপর ভরসা রাখা যায়।’ অবশ্য লিটন নিজে ব্যাট হাতে ব্যর্থতার বলয় থেকে বেরিয়ে আসতে পারেননি। সিরিজের প্রথম ম্যাচেই শূন্য রানে ফিরলেন লিটন। আক্রমণাত্মক ছিলেন শুরু থেকেই। এমন দলের অন্য ব্যাটাররাও চড়াও হয়ে খেলার চেষ্টা করেছেন। এ নিয়ে লিটন বলেন, ‘আমি সবসময়ই চাই তারা যখন খেলবে, আগ্রাসী ক্রিকেট খেলবে। তারা সেটি ইতোমধ্যে দেখাচ্ছে। ছেলেরা ভালো ক্রিকেট খেলছে।’ এই জয়ে টি-২০ সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ দল। তাই তো সিরিজ জয়ে চোখ এখন অধিনায়ক লিটনের। ‘এটি আমাদের জন্য অনেক লম্বা সফর। আমরা একটি টেস্ট জিতেছি। আজ (গতকাল) প্রথম টি-২০ জিতলাম। এটি সবাইকে প্রেরণা দিচ্ছে। আর একটি ম্যাচ ভালো খেলতে পারলে সিরিজ আমাদের হবে।’

 


আরো সংবাদ



premium cement