বৃষ্টির হানার রেকর্ডেও চাপে ভারত
- ক্রীড়া ডেস্ক
- ১৭ ডিসেম্বর ২০২৪, ০০:৫৩
ব্রিসবেনে তৃতীয় দিনেও ছিল বৃষ্টির হানা। বৃষ্টির কারণে খেলা বন্ধ-শুরু হওয়ার ঘটনা ঘটেছে মোট আটবার। নবমবার বৃষ্টি শুরু হলে অনেকটা হাফ ছেড়ে বাঁচেন ভারতীয় দুই ব্যাটার কে এল রাহুল ও অধিনায়ক রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক দিনে এত বেশিবার খেলা বন্ধ-শুরু হওয়ার নজির আগে কখনো দেখা যায়নি। এই বৃষ্টির আসা-যাওয়ার মাঝেও অস্ট্রেলিয়ার পেস ত্রয়ীর তোপে ভারতীয় ব্যাটসম্যানদের ছিল নাজেহাল অবস্থা। ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে ভর করে এই টেস্টের দ্বিতীয় দিনই ৪০০ পেরিয়েছিল প্যাট কামিন্সের দল। গতকাল তৃতীয় দিনে আগের দিনের অপরাজিত ব্যাটার অ্যালেক্স ক্যারির ৭০ রানে ভর করে ৪৪৫ রানে থামে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪ রানেই প্রথম উইকেট হারায় ভারত। কয়েক দফা বৃষ্টির মাঝেও প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্কের তোপে ১৭ ওভারেই ৪ উইকেট হারিয়ে ৫১ রানে দিন শেষ করে সফরকারীরা। উইকেটে ছিলেন রাহুল ৩৩ ও রানের খাতা না খুলেই রোহিত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা