সালমানে ডাবল আক্ষেপ তামিমের
- ক্রীড়া প্রতিবেদক
- ১৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০, আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪, ২১:৫৬
সাত মাস পর মাঠে ফিরে ক্রমাগত রানের দেখা পাচ্ছেন তামিম ইকবাল। এনসিএল টি-২০তে এবার ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরির কাছাকাছি চলে গিয়েছিলেন। দুর্ভাগ্য ৯ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন বাঁ হাতি ওপেনার। প্রথম আক্ষেপ চট্টগ্রাম বিভাগের হয়ে বরিশালের বিপক্ষে আউট হয়েছেন ৫৪ বলে ৭ চার ৬ ছক্কায় ৯১ রানে। চলতি আসরে এটি তার দ্বিতীয় হাফ সেঞ্চুরি। বরিশালের ব্যাটার সালমান শেষ ওভারে ২৭ রান নিলে ৫ উইকেটে হেরে দ্বিতীয় আক্ষেপে পুড়ে চট্টগ্রামের তামিম।
রান তাড়ায় একটা সময় শেষ ওভারে বরিশালের দরকার ২৫ রান। আগের তিন ওভারে ১৯ রান দেয়া ইফরান হোসেন এলেন বোলিংয়ে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অলরাউন্ডার সালমান প্রথম বলে রান নিতে পারলেন না। পরের চার বলে তার ব্যাট থেকে এলো তিনটি ছক্কা ও একটি চার। এর মধ্যে একটি আবার নো বল। দুই বলে দরকার দুই রান। ফ্রি হিটে রানই করতে পারলেন না সালমান। তবে শেষ ডেলিভারিতে থার্ড ম্যান দিয়ে বল সীমানার বাইরে। তাতেই উচ্ছ্বাস বরিশালের।
এর আগে টস জিতে ক্যারিয়ারের ৫১তম ও আসরের দ্বিতীয় ফিফটি পেতে তামিম খেলেছেন ৩৭ বল। তার পরই ১৭ বলে তুলে নেন বাকি ৪১! তার ব্যাটে ভর করে চট্টগ্রাম ৭ উইকেটে ১৮২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে।
প্রথম জয় সিলেটের
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনাকে (১৪৪/৭) ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় পায় সিলেট। ঢাকার বিপক্ষে সেঞ্চুরি দিয়ে আসর শুরু করা জিসানের ঝড়ো ফিফটিতে (৩৫ বলে ৫০, ৪৮ বলে ৭৩) ১৪৫ রানের লক্ষ্য ১০ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে সিলেট।
রংপুরের চারে চার
রাজশাহী বিভাগকে (১৮৯/৮) ৭ উইকেটে হারায় রংপুর বিভাগ (১৮ ওভারে ১৯৪/৩)। চার ম্যাচের সব ক’টি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর। সমান ম্যাচে এক জয়ে ৪ নম্বরে রাজশাহী। মাত্র ২৯ বলে ৬৮ রান করে সামনে থেকে দলকে নেতৃত্ব দেন আকবর। ৫১ ম্যাচের ক্যারিয়ারের প্রথম পঞ্চাশছোঁয়া ইনিংসে ৪ চারের সাথে ৬টি ছক্কা মারেন তিনি।
ঢাকাকে হারিয়ে শীর্ষ দুইয়ে মেট্রো
ঢাকা বিভাগকে (১৭১/৮) ১৯ রানে হারিয়েছে ঢাকা মেট্রো (১৯০/৭)। চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নেট রান রেটের হিসেবে দুই নম্বরে মেট্রো। ২ পয়েন্ট পাওয়া ঢাকার অবস্থান ষষ্ঠ। ব্যাট হাতে ১৩ বলে ২৩ রানের ইনিংসের পর বোলিংয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা মেট্রোর অলরাউন্ডার আনিসুল ইসলাম। ৫৪ বলে ৬৯ রান করেন নাঈম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা