টি-২০ দলে নাহিদ রানা
- ক্রীড়া প্রতিবেদক
- ১৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
গত সপ্তাহইে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার হঠাৎ করেই টি-২০ দলে যুক্ত করা হয়েছে নাহিদ রানাকে। ২২ বছর বয়সী এই পেসার ছয়টি টেস্ট ও তিনটি ওয়ানডে খেললেও সংক্ষিপ্ততম ফরম্যাটে অভিষেকের অপেক্ষায়। সেন্ট ভিনসেন্টে সিরিজের প্রথম ম্যাচ আজ। অন্য দুই ম্যাচ ১৮ ও ২০ ডিসেম্বর।
চোটের কারণে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই কারণে ওয়ানডে সিরিজে নেই তৌহিদ হৃদয়। টি-২০ সিরিজেও খেলা হচ্ছে না তাদের। ওয়ানডে দলে ফেরা আফিফ ফিরেছেন টি-২০ দলে। ডাকা হয়েছে শামীম হোসেন পাটোয়ারিকেও। বিভিন্ন কারণে গত অক্টোবরে ভারত সফরে টাইগারদের সবশেষ টি-২০ সিরিজের স্কোয়াড থেকে ছয়টি পরিবর্তন এনেছিল বিসিবি। প্রথমবারের মতো সুযোগ পাওয়া রিপন স্বীকৃত টি-২০তে এখন পর্যন্ত ১২ ম্যাচে ১৭ উইকেট পেয়েছেন, যেখানে ডান হাতি পেসারের ইকোনমি ৮.৫০। প্রায় দেড় বছর পর আবারও টি-২০ দলে ফিরেছেন নাসুম আহমেদ। ফিরেছেন হাসান মাহমুদও।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা