হেড-স্মিথের সেঞ্চুরি ৫ উইকেট বুমরাহর
- ক্রীড়া ডেস্ক
- ১৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বৃষ্টিবিঘি্ণত প্রথম দিনে মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছিল। প্রথম দিনে ভারতীয় বোলারদের দাপট থাকলেও কোনো উইকেট না হারিয়ে ২৮ রান সংগ্রহ ছিল স্বাগতিকদের। ব্রিসবেনে তাই ভারত ও অস্ট্রেলিয়ার লড়াইটা নতুন করে শুরু হয় গতকাল দ্বিতীয় দিনে।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বোর্ডার-গাভাস্কার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ২৯৫ রানের বিশাল জয়ে সিরিজে এগিয়ে ছিল ভারত। দ্বিতীয় ম্যাচে অ্যাডিলেডে ১৪০ রান করে ভারতের ভোগান্তির কারণ হয়েছিলেন ট্রাভিস হেড। সেই টেস্টে ১০ উইকেটের জয়ে সিরিজে ১-১-এ সমতা নিয়ে আসে অস্ট্রেলিয়া। এবার তৃতীয় টেস্টে ১৫২ রানের ঝলমলে এক ইনিংস খেললেন হেড। এর আগে এই ভেনুতে টানা তিন ইনিংসে শূন্য রানে ফেরেন এই ব্যাটার। সব ক’টি আউটই ছিল প্রথম বলেই। হেডের সেঞ্চুরিতেই এ দিন দাপট শেষ হয়নি অস্ট্রেলিয়ার, স্টিভেন স্মিথও খেলেছেন (১০১) তিন অঙ্কের ইনিংস। টেস্টে এটি তার ৩৩তম সেঞ্চুরী। দু’জনের ২৪১ রানের জুটির সুবাদে গ্যাবায় সুবিধাজনক অবস্থানে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। ভারতের প্রাপ্তি ছিল যশপ্রিত বুমরাহর ৫ উইকেট। আর দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ৪০৫ নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা