বড় লিডের পথেই নিউজিল্যান্ড
- ক্রীড়া ডেস্ক
- ১৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট সিরিজে প্রথম দু’টি হেরে ইতোমধ্যে সিরিজ খুঁইয়েছে নিউজিল্যান্ড। হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে সিরিজের শেষ টেস্ট ও টিম সাউদির বিদায়ী ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩১৫ রানে প্রথম দিন শেষ করা কিউইরা গতকাল দশ উইকেট জুটিতে সব মিলে দলীয় স্কোরে ৪৪ রান যোগ করে। শেষ পর্যন্ত ৩৪৭ রানে থামে তাদের ইনিংস। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে ১৪৩ রানে গুটিয়ে দিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। ২০৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দিন শেষ করে ৩ উইকেটে ১৩৬ রানে। ফলে এখন পর্যন্ত ৩৪০ রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড। ৫০ রান নিয়ে কেন উইলিয়ামসন ২ রানে ব্যাটিংয়ে ছিলেন রাচিন রাবিন্দ্র।
ইংল্যান্ডের প্রথম ইনিংসে প্রাপ্তি ছিল দলীয় সর্বোচ্চ ৩২ রান করা জো রুট। এ রান করার পথে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিংয়ের পাশে বসেছেন রুট। এক পঞ্জিকাবর্ষে পন্টিংয়ের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে একাধিকবার ১৫০০ রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। ২০২৪ সালে টেস্টে রুটের রান ১৫০২।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা