১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মর্যাদার লড়াইয়ে আবাহনীকে হারাল মোহামেডান

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সোলেমান দিয়াবাতের দর্শনীয় হেডের গোলে মোহামেডান হাসি-মুখে মাঠ ছাড়ে : বাফুফে -


দেশের পট পরিবর্তনের সাথে পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে খেলার মাঠেও। এক সময় দুই ঐতিহ্যবাহী চিরপ্রতিদ্বন্দ্বির লড়াইয়ে জিতত আবহনী। এখন সময় বদলেছে। বিদেশীহীন ঢাকা আবাহনীকে হারিয়ে উৎসব করে মোহামেডানই। সাম্প্রতিক পরিসংখ্যানে সবশেষ দুই দলের পাঁচ দেখায় (গতকালের ম্যাচসহ) মোহামেডান জয় পেয়েছে চারটিতে। একটি ম্যাচ ড্র। তোড়জোড় দেখানো আকাশী হলুদ শিবির মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে যাচ্ছে সাদা-কালো শিবিরের কাছে।
এ দিকে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে হারায় পুলিশ। আল আমিন দু’টি এবং দিপক রনি ও কিরমানে একটি করে গোল করেন। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে পুলিশ, সমান ম্যাচে তলানিতে পয়েন্ট না পাওয়া ওয়ান্ডারার্স।

আরো একবার ধানমন্ডির দলটিকে হারিয়ে উল্লাস করল সাদা-কালোরা। গতকাল কুমিল্লার ভাষা শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চলমান প্রিমিয়ার লিগে প্রথম দেখায় ঢাকা আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে মোহামেডান। জয়ের নায়ক মালির ফরোয়ার্ড সেই সুলেমান দিয়াবাতে। কিংসের বিপক্ষে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন মোহামেডানের এই অধিনায়ক। গতকালের জয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকল মতিঝিল পাড়ার ক্লাবটি। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে অবস্থান ঢাকা আবাহনীর।

দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াই দেখতে দুই দলের শত শত সমর্থক হাজির হয়েছিলেন মাঠে। ‘আমাদের রক্তের গ্রুপ মোহামেডান পজিটিভ’- লেখা ব্যানার নিয়ে হাজির হয়েছিলেন সাদা-কালো সমর্থকেরা। স্মোক ফ্লোয়ারও ছড়িয়েছেন। আবাহনীর আকাশি হলুদ পতাকা নিয়েও উত্তেজনা ছিল গ্যালারিতে।
ম্যাচের শেষ দিকে এসে আবাহনী চেপে ধরেছিল মোহামেডানকে। হার এড়ানোর প্রাণান্তকর চেষ্টায় ভাগ্য সুপ্রসন্ন হয়নি। অন্তিম সময়ে জালে বল জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয়। তাই সুলেমান দিয়াবাতের সেই প্রথমার্ধে দেয়া গোলই পার্থক্য গড়ে দেয়। চিরপ্রতিদ্বন্দ্বিদের হারিয়ে জিতে যায় মোহামেডান। প্রথমার্ধের যোগ করা সময়ে বাঁ প্রান্ত দিয়ে সতীর্থের ক্রসে ছয় গজের মধ্যে লাফিয়ে উঠে দিয়াবাতে হেডে জাল কাঁপান। এই যাত্রায় আবাহনীর গোলকিপার মিতুল মারমা কিছুই করতে পারেননি।

বিদেশি খেলোয়াড়দের ছাড়া আবাহনী কতটুকু প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারে, সেটাই দেখার ছিল। মাঠে আবাহনীকে আগ্রাসী খেলা খেলতে দেয়নি মোহামেডান। চার বিদেশী নিয়ে অধিকাংশ সময়জুড়ে চাপে রাখে আকাশি-নীল জার্সিধারীদের। দ্রুত প্রতি আক্রমণ নির্ভর খেলতে চাইলেও মারুফুল হকের দল সুযোগ পেয়েছে কমই। ম্যাচের ৮০ মিনিট খেলেছে মোহামেডান। তবে শেষ ১০ মিনিট দুর্দান্ত খেলেছে আবাহনী। এর পরও সাদা-কালোদের বক্সে বল ঘোরাফেরা করলেও হার এড়ানোর মতো কিছু করতে পারেনি আবাহনী। বিদেশীবিহীন আবাহনী মৌসুমে প্রথম হার দেখল মোহামেডানের কাছে।

 


আরো সংবাদ



premium cement