১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিটিকে ফের হারানোর সুযোগ আমোরিমের

-

ম্যানচেস্টার ডার্বি মানেই গত কয়েক মৌসুমে একপেশে লড়াই। পেপ গার্দিওলার অধীনে সোনালি সময় কাটানো ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডকে একরকম অসহায় আত্মসমর্পণ করতে দেখাটা নিয়মিত চিত্র ছিল। সেই দাপুটে সিটি চলতি মৌসুমে সম্পূর্ণ অচেনা এক দল। কালেভদ্রে হার দেখা দলটি এখন জয় কী জিনিস সেটিই ভুলতে বসেছে।
সিটির নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সময় যে ভালো যাচ্ছে তেমনটাও নয়। প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচের পর রেড ডেভিলদের পয়েন্ট ১৯, যা ক্লাবটির ইতিহাসে সর্বনিম্ন। সিটির বিপক্ষে সবশেষ ছয়বারের দেখায় মাত্র একবারই জয় পেয়েছে ওল্ডট্র্যাফোর্ডের দলটি। তবে ইতিবাচক দিক হলো গার্দিওলার সিটিকে হারানোর অভিজ্ঞতা আছে আমোরিমের। চলতি আসরের চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিং ক্লাবের হয়ে সিটিকে হারিয়েছেন এই পর্তুগিজ কোচ। আজ ইত্তিহাদে প্রিমিয়ার লিগে ভিন্ন একটি ক্লাব আর ফুটবলারদের নিয়ে আবার ধুঁকতে থাকা সিটিকে বধ করার সুযোগ আমোরিমের।

সবশেষ ১০ ম্যাচের একটিতে জয় পাওয়া সিটিকে অবশ্য সমীহ করছেন আমোরিম। ম্যানইউ কোচের মতে, তাদের চেয়ে ভালো জায়গায় আছে ম্যান সিটি। ‘ম্যানচেস্টার ডার্বি’র আগে সাবধানী ইউনাইটেডের কোচ বলেন, দুর্দান্ত দলগুলো যেকোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে। ম্যাচ বুঝতে পারার ধরন, যেভাবে তারা খেলে, আত্মবিশ্বাসের দিক থেকে তারা আমাদের চেয়ে এগিয়ে আছে বলে মনে করি আমি।
এ দিকে চোটজর্জরিত দল নিয়ে চরম হতাশ গার্দিওলা। চোট সমস্যা সমাধানে ৪৫-৫০ জনের স্কোয়াড দরকার বলে মনে করেন সিটি কোচ। ‘ক্যালেন্ডারে এখন আগের চেয়ে অনেক বেশি ম্যাচ। আমাদের চোট সমস্যাও এখন অনেক বেশি। এতে আমার ভাবনায় আসে, এত ম্যাচের জন্য ৪৫ থেকে ৫০ জনের স্কোয়াড দরকার। যদিও আর্থিকভাবে ক্লাবের জন্য তা অনেক কঠিন।


আরো সংবাদ



premium cement
গাজার উত্তরের সর্বশেষ অর্থোপেডিক সার্জন নিহত মালয়েশিয়ায় বাধ্য শ্রমের অভিযোগ : মামলার অনুমতি পেল বাংলাদেশী শ্রমিকরা বিজয় দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই : ঢাকা রেঞ্জ ডিআইজি ইসলামি শ্রমনীতি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহাজাহান অভিবাসী ফেরত না নিলে সম্পর্ক ছিন্ন করার হুমকি ট্রাম্পের খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’ ঘূর্ণিঝড় চিডোর কারণে ফ্রান্সের মায়োটে সর্বোচ্চ সতর্কতা জারি ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে হাসিনা-আমুসহ ৩৯ জনের নামে ঝালকাঠি ও নলছিটিতে মামলার এজহার

সকল