১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাউদির শেষ টেস্টে প্রথম দিনে ৩১৫ নিউজিল্যান্ডের

-

ব্যাট হাতে নিউজিল্যান্ডের দারুণ শুরুর পর বোলিংয়ে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ তিন ম্যাচ সিরিজ আগেই খুইয়েছে কিউইরা। প্রথম দু’টিতে পরাজয়ের পর তৃতীয় তথা শেষ টেস্টে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম দিন শেষের দিকে মিচেল স্যান্টনারের ব্যাটে ভর করে ৩০০ পার করে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ৯ উইকেট হারিয়ে ৩১৫ রান নিউজিল্যান্ডের। এই ম্যাচের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো টিম সাউদি ব্যাটিং নামার সময় গার্ড অব অনার পেলের ইংল্যান্ডের ক্রিকেটারদের। ব্যাট হাতে তৃতীয় বলে হাঁকালেন ছক্কা। আরো দু’বার হাওয়ায় ভাসিয়ে সীমানাপাড় করে দর্শকদের উল্লাস বাড়িয়ে অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি সাউদি। দিনের শেষ উইকেট হারায় কিউইরা ১০ বলে ২৩ রানে ফেরা সাউদির আউটের মধ্য দিয়ে। ছক্কার সেঞ্চুরির কাছে গিয়ে থামেন অভিজ্ঞ কিউই পেসার। ৯৮ ছক্কা নিয়ে তিনি ছুঁয়ে ফেলেন ক্রিস গেইলকে। তবে ছক্কার সেঞ্চুরির সুযোগ রয়েছে তার সামনে পরের ইনিংসে।

হ্যামিল্টনের সেডন পার্কে হোয়াইটওয়াশ এড়ানোর অভিযানে টস হেরে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। তবে সকালের সেশনে অধিনায়কের সিদ্ধান্তের সুবিচার করতে পারেননি ইংলিশ বোলাররা। ২৮ ওভারের প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ৯৩ রান করে কিউইরা। দ্বিতীয় সেশনের তৃতীয় ওভারে গাস অ্যাটকিনসনের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ৪২ রান করা উইল ইয়ং। এতে ভাঙে ১০৫ রান জুটি। কেন উইলিয়ামসনকে নিয়ে নতুন করে জুটি গড়ার চেষ্টায় এগোতে থাকেন কিউই অধিনায়ক টম লাথাম। ৩১তম ফিফটি পূর্ণ করার পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ম্যাথু পটসের বলে কট বিহাইন্ড হন ৬৩ রান করা বাঁ হাতি এই ওপেনার।

লাথামের ফেরার পর ১৮ রানে ফেরেন রাচিন রাবিন্দ্রও। পটসের বলে বোল্ড আউট হওয়া উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ৪৪ রান। অ্যাটকিনসের বলে স্টোকসকে ক্যাচ দেয়ার আগে ১৪ রান আসে ড্যারেল মিচেলের ব্যাটে। ৫ রানের বেশি করতে পারেননি গ্লেন ফিলিপস। এরপর কার্সের শিকার টম ব্লান্ডেল। দলের হাল ধরে রেখে দিন শেষে ৫০ রানে অপরাজিত থাকেন মিচেল স্যান্টনার। এর আগে ৩ ছক্কা ও এক চারে ১০ বলে ২৩ রান আউট হন সাউদি। দিন শেষে স্যান্টনারের সাথে অপর প্রান্তে শূন্য রানে অপরাজিত ছিলেন উইল ও’রোর্ক।


আরো সংবাদ



premium cement