অগোছালোভাবে চলছে আন্তর্জাতিক ব্যাডমিন্টন
- ক্রীড়া প্রতিবেদক
- ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
কর্মকর্তারা ব্যস্ত মিডিয়ায় মুখ দেখানোয়। আন্তর্জাতিক টুর্নামেন্ট অথচ মিডিয়ায় তথ্য সরবরাহ করার জন্য নেই কোন সেল। যেখান থেকে মিডিয়াকর্মীরা তথ্য সরবরাহ করতে পারে। টুর্নামেন্ট রেফারি ইন্দোনেশিয়ার ব্যক্তি হওয়ায় নিয়মের ব্যাপারে কোনো ছাড় দিচ্ছেন না। নিয়মের প্রতি শ্রদ্ধা রাখায় মিডিয়া কর্মীরা নিজেদের সময় অনুযায়ী তথ্য পাচ্ছেন না। ফেডারেশন থেকে যে তথ্য দেয়া হয়, সেটির কোনো আগা-মাথা নেই। চারটি থেকে পাঁচটি খেলার ফলাফল দেয়া হয়। কিন্তু কোন পর্যায়ের খেলা তার বিবরণ থাকে না।
সানরাইজ-ইউনেক্স আন্তর্জাতিক জুনিয়র টুর্নামেন্টের ফাইনাল বেলা ৩টায়। এর আগে সকাল থেকে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোরে কোয়ার্টার ও সেমিফাইনালের ম্যাচগুলো হবে। গতকাল গ্রুপপর্বের ম্যাচে মিশ্র দ্বৈতে ইন্দোনেশিয়ার মোহাম্মদ ভিটো আন সাফা ও কেইলা আনিসা পুত্রী ২-০তে বাংলাদেশের সিফাতউল্লাহ ও এসকে পৃথা জুটিকে, পুরুষ দ্বৈতে বাংলাদেশের খৈশনাং হিমাংশু ও বিশাল শর্মা জুটি ২-০ স্বদেশী সাফকাত রহমান অপূর্ব ও মাহিদ খান জুটিকে, ভারতের শচীন ঝাঝারিয়া ও রেহান পুটেলা জুটি ২-০ বাংলাদেশের মো: প্রান্ত ও রেজওয়ার আহমেদকে, মহিলা দ্বৈতে বাংলাদেশের সাফিয়া নওরিন ও সৈয়দ আনমোল সেজমি ২-১ সেটে স্বদেশী মার্গারেট মুগ্ধ বিশ্বাস ও আমিনা জাহান খুশবু জুটিকে এবং ভারতের ইশিতা নেগি ও ভাংসিকা ঠাকুর জুটি ২-০তে বাংলাদেশের ফাতিহা রিজভি ও রাশিদা বিনতে মোমেন জুটিকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা