১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রিয়াদে মুগ্ধ মিরাজ

-

অনেকেই ফেলে দিয়েছিল বাতিলের খাতায়। ৩৮ পেরোনো মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্য হাল ছাড়েননি। লড়ে গেছেন সমান তালে। সেই অদম্য লড়াইয়ের পুরস্কারটাই মিলেছে মাঠে। জবাবটা দিয়েছেন উইলোতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই দাপট দেখিয়েছেন। তন্মধ্যে দুবার দলের সম্মান বাঁচিয়েছেন।
প্রথম ম্যাচে ৫০ নটআউট। পরের ম্যাচে নিজেকে আরেকটু ছাড়িয়ে গিয়ে তুললেন ৬২। আর গত বৃহস্পতিবার সিরিজের শেষ ওয়ানডেতে ৬৩ বলে ৮৪ রানের দেখার মতো এক ইনিংস। কে বলবে তিনি পুরিয়ে গেছেন। কে বলবে মাহমুদুল্লাহ রিয়াদ ৩৮ বসন্ত পার করেছেন।
বাংলাদেশের হয়ে এই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকও হলেন মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ ওয়ানডে ম্যাচেও ৮৪ রান করে অপরাজিত থাকা এই ব্যাটের প্রশংসা করলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সিরিজ হারলেও রিয়াদ অপ্রতিরোধ্য। তাকে নিয়ে অধিনায়ক মিরাজ বলেন, ‘মাহমুদুল্লাহ রিয়াদ খুব ভালো করেছেন। সিরিজে তিনটি ফিফটি করেছেন, যা দলের জন্য খুব ভালো ব্যাপার। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। এই সিরিজে তরুণদের দায়িত্ব নেয়ার সুযোগ ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটি করতে পারিনি।’

 


আরো সংবাদ



premium cement