হয়লুন্ড চমকে জিতল ম্যানইউ
- ক্রীড়া ডেস্ক
- ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩১
প্রিমিয়ার লিগে আগের দুই ম্যাচ হেরে ব্যাকফুটে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি আসরের ইউরোপা লিগেও প্রথমবারের মতো হারতে বসেছিল রেড ডেভিলসরা। ভিক্টরিয়া প্লাজেনের বিপক্ষে গত পরশু গোলরক্ষক আন্দ্রে ওনানার হাস্যকর এক ভুলে পিছিয়ে পড়ার পর ২-১ গোলে জয় পায় ম্যানইউ। চেক প্রজাতন্ত্রের ক্লাবটির বিপক্ষে জয়ের নায়ক রাসমুস হয়লুন্ড। বদলি নেমে জোড়া গোল করা এই ডেনিশ ফরোয়ার্ডের নৈপুণ্যে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে আমোরিমের শীর্ষরা। ছয় ম্যাচে সমান তিনটি জয় ও ড্র করে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে ইংলিশ জায়ান্ট ক্লাবটি। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লাজ্জিও।
রাতের আরেক ম্যাচে পর্তুগিজ ক্লাব ব্রাগার বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে সিরি ‘আ’র ক্লাব এ এস রোমা। আয়াক্সকে তাদের ঘরের মাঠে ৩-১ গোলে হারিয়েছে লাজ্জিও। ১-১ গোলে ড্র করে টটেনহ্যামকে রুখে দিয়েছে স্কটল্যান্ডের ক্লাব রেঞ্জার্স। ফ্রাঙ্কফ্রুটের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে লিঁও। ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভকে ৩-০ তে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ।
দুসান এরিনায় প্রথমার্ধে দুই দলই জাল অক্ষত রাখে। বিরতির পর প্লজেনকে এগিয়ে দেন মাতে ভিদ্রা। ম্যাচের ৪৮ মিনিটে ইউনাইটেডের গোলরক্ষক ওনানার দুর্বল পাসে বল পেয়ে যান স্বাগতিক দলের মিডফিল্ডার পাভেল সুলক। কাটব্যাক করে সতীর্থকে পাস দিলে সহজ শটে বল জালে পাঠান ভিদ্রা। ৫৬ মিনিটে মার্কাস রাশফোর্ডের বদলি হিসেবে নামার মিনিট ছয়েক পরই সফরকারীদের সমতায় ফেরান হয়লুন্ড। জয়সূচক গোলের জন্য আক্রমণের তীব্রতা বাড়াতে থাকে ওল্ডট্র্যাফোর্ডের দলটি। পুরো ম্যাচে গোলের উদ্দেশ্যে ১৮টি শট নেয় তারা, যার লক্ষ্যে ছিল আটটি। কাক্সিক্ষত গোলটি আসে ৮৮ মিনিটে। অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের নিচু ফ্রি কিকে বল পেয়ে লক্ষ্য ভেদ করেন ডেনিশ এই ফরোয়ার্ড।
ম্যাচ শেষে প্রতিপক্ষের বক্সে বল পাস দেয়া নিয়ে সতীর্থ আমাদ দিয়ালোর সাথে বাগি¦তণ্ডায় জড়াতে দেখা যায় জোড়া গোল করা হয়লুন্ডকে। এ প্রসঙ্গে ম্যানইউর কোচ বলেন, আমার কাছে এটি ‘পারফেক্ট’। যখন আপনি আপনার সতীর্থের সাথে আরো একটি গোল করা নিয়ে লড়াই করবেন, সেটা ভালোই হবে। আমরা যেভাবে প্রতিপক্ষকে গোল উপহার দিয়েছি, হাল ছেড়ে না দেয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ ছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা