১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ব্রিসবেন টেস্টেই ফিরলেন হ্যাজেলউড

-

বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে আজ মাঠে নামবে অস্ট্রেলিয়া ও ভারত। এই টেস্টে চোট কাটিয়ে দলে ফিরেছেন জশ হ্যাজেলউড। অভিজ্ঞ এই পেসারকে নিয়েই একাদশ চূড়ান্ত করেছে সিএ। ব্রিজবেন টেস্টে ওই একটি পরিবর্তন এনেই গতকাল একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। পার্থে সিরিজের প্রথম টেস্টে বাড়তি বোলিংয়ের কারণে সাইড স্ট্রেইনের সমস্যায় পড়েছিলেন হ্যাজেলউড। ফলে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে দলের ১০ উইকেটের জয়ের ম্যাচে খেলতে পারেননি এই পেসার। তৃতীয় টেস্টে দলে ফিরলেও তাকে জায়গা ছেড়ে দিতে সিরিজে ফেরার ম্যাচে ৫ উইকেট নেয়ার পরও বাদ পড়লেন স্কট বোলান্ড।
গত কয়েক বছর নানা চোট সমস্যা কারণে এই দফায় হ্যাজেলউড এত দ্রুত মাঠে ফেরতে পারবেন কি না, সেটিই ছিল আলোচনায়। তবে সংবাদ সম্মেলনে গতকাল অসি অধিনায়ক প্যাট কামিন্স নিশ্চিত করলেন, ৩৩ বছর বয়সী পেসারের কোনো সমস্যা নেই।
‘ফেরার প্রস্তুতি পর্বে সে কোনো সমস্যার মুখে পড়েনি। গত পরশু সে সত্যিই দারুণ বোলিং করেছে, দুই দিন আগে (তিন দিন) অ্যাডিলেডেও বোলিং করেছিল। সে নিজে ও চিকিৎসক দল তার ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী।’
বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম ম্যাচে ২৯৫ রানে জিতে এগিয়ে গিয়েছিল ভারত। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ প্রত্যাবর্তনে সিরিজে ১-১ সমতায় ফিরে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্ট জয়ে এখন এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও ভারত।

 


আরো সংবাদ



premium cement