১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জাতীয় বয়সভিত্তিক জিমন্যাস্টিক্স

-

খুদে জিমন্যাস্টদের অংশগ্রহণে শুরু হয়েছে পঞ্চম জাতীয় বয়সভিত্তিক জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা। ৯-১১ বয়সী বালিকা বিভাগে সিঙ্গেল বারে ৮.৪০ পয়েন্ট পেয়ে কোয়ান্টামের মিলি প্রু মারমা, ফ্লোর এক্সারসাইজে একই স্কুলের শ্যামলী তঞ্চঙ্গা ৭.৯০ পয়েন্টে, ভল্টিং টেবিলে মিলি প্রু মারমা ৯.১৬৬ পয়েন্টে ও ব্যালান্স বীমে শ্যামলী তঞ্চঙ্গা ৭.৭০ পয়েন্টে স্বর্ণপদক জেতে। ৭-৮ বয়সী বালক বিভাগে কোয়ান্টামের ওয়ানুচিং মারমা ৮.৮০ পয়েন্টে, ফ্লোর এক্সারসাইজে একই স্কুলের উনাই প্রু মারমা ৭.৪০ পয়েন্টে, ভল্টিং টেবিলে কোয়ান্টামের তুমরাও ম্রো ৮.৯০ পয়েন্টে এবং ব্যালান্স বীমে একই দলের ওয়াইনচিং মারমা স্বর্ণপদক জেতে। জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেডারেশনের সহসভাপতি আহমেদুর রহমান।

 


আরো সংবাদ



premium cement