১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টি-২০-তে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার গুঞ্জন!

-

আইসিসি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু পাকিস্তানে গিয়ে খেলতে অনীহা জানায় ভারত। এরই মধ্যে কয়েকবার বৈঠক করেও সুরাহা করতে পারেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের অনড় অবস্থানে আসন্ন এ আসরকে নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। শেষ হয়েও যেন শেষ হচ্ছে না এই নাটক।
ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলে সম্মতি দিলেও সেই সাথে কঠিন কিছু শর্তজুড়ে দিয়েছে আয়োজক পাকিস্তান। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যদি হাইব্রিড মডেলে খেলে, তাহলে ২০৩১ সাল পর্যন্ত ভারতে আয়োজিত টুর্নামেন্টগুলোতেও হাইব্রিড মডেলে খেলবে পাকিস্তান। এ ছাড়া লভ্যাংশ বৃদ্ধির বিষয়টি তো থাকছেই। পিসিবির এমন শর্ত প্রত্যাখ্যান করেছে ভারত।
আসর নিয়ে সঙ্কট কবে সমাধান হবে, সূচী প্রকাশের সময়সীমা পেরিয়ে প্রস্তুতির সময়ও দ্রুত পেরিয়ে যাচ্ছে। এ বিতর্কের মধ্যে এবার নতুন গুঞ্জন, ওয়ানডে নয়, টি-২০ ফরম্যাটে রূপ নিতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। এমনটিই জানিয়েছে ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ। ওয়ানডে সংস্করণ থেকে বদলে পুরো আয়োজনটি টি-২০তে রূপ নিতে পারে।
ক্রিকবাজ বলছে, চলমান অচলাবস্থা দ্রুত না কাটলে অংশীদাররাই চ্যাম্পিয়ন্স ট্রফিকে টি-২০তে বদলে দেয়ার আহ্বান জানাতে পারে। বাজার বিবেচনায় যা ওয়ানডের চেয়ে সহজতর ও দ্রুত প্রভাববিস্তারীও। তা ছাড়া জনপ্রিয়তার দিক থেকেও এ মুহূর্তে ওয়ানডে ক্রিকেটের চেয়ে টি-২০ বেশ এগিয়ে।


আরো সংবাদ



premium cement