১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘২০৩৪ বিশ্বকাপই হবে ইতিহাসের সেরা বিশ্বকাপ’

-

সৌদি আরবের প্রতিদ্বন্দ্বী ছিল না কোনো দেশই। কাতার বিশ্বকাপের এক যুগ পর ২০৩৪ বিশ্বকাপে আবারো মধ্যপ্রাচ্যের কোনো দেশ হিসেবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপের স্বাগতিক দেশ হিসেবে র্নিবাচিত হয়েছে সৌদি আরব। ফিফার গত পরশু এই ঘোষণার পর সৌদি আরবের ক্লাব আল নাসরের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বলেন, ২০৩৪ বিশ্বকাপই হবে ইতিহাসের সেরা বিশ্বকাপ। স্বাগতিক দেশ হিসেবে সৌদিকে ইতোমধ্যেই অভিনন্দন জানিয়েছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের এই শেখ অভিনন্দন বার্তায় বলেন, এটি সৌদি আরব, এএফসি ও সমগ্র এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি উপলক্ষ। দেশটি একটি অসাধারণ ফিফা বিশ্বকাপ আয়োজনের ক্ষমতা রাখে, আমরা সেই পূর্ণ আস্থা রাখি।
এক ভোটেই ২০৩০ ও ২০৩৪-এর দু’টি বিশ্বকাপের আয়োজক নির্বাচন করে ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার ৬টি দেশ স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, প্যারাগুয়ে ও আর্জেন্টিনা। ফিফা বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে টুর্নমেন্টের শুরুতে একটি করে ম্যাচ আয়োজন করবে ল্যাটিন আমেরিকার তিনটি দেশ।
তবে সৌদির বিশ্বকাপ আয়োজন নিয়ে বিতর্ক ও সমালোচনাও আছে। মধ্যপ্রাচ্যের এই দেশটির মানবাধিকার ও শ্রম পরিস্থিতির প্রতি উদ্বেগ আছে অনেক দেশ ও সংস্থার। এ ছাড়া অভিযোগ আছে, নিয়ম ভেঙে ধণাঢ্য দেশটিকে বিশ্বকাপ আয়োজনের সুযোগ করে দিয়েছে ফিফা। অবশ্য মধ্যপ্রাচ্যের এই দেশটির বিশ্বকাপ আয়োজন নিয়ে আশাবাদি রোনালদো। পর্তুগিজ তারকা বলেন, এখানে সব কিছুই অসাধারণ, অবকাঠামো থেকে শুরু করে স্টেডিয়াম ও দর্শকদের উন্মাদনা।


আরো সংবাদ



premium cement