নিষেধাজ্ঞা থেকে মুক্ত ডিকওয়েলা
- ক্রীড়া ডেস্ক
- ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০৫
লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) গত আসর চলাকালে ক্রিকেটারদের একটি ডোপ পরীক্ষা করানো হয়। বিশ্ব অ্যান্টি-ডোপিং নিয়মানুযায়ী সেই পরীক্ষায় ব্যর্থ হন নিরোশান ডিকওয়েলা। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় গত আগস্টে তাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছিল লঙ্কান অ্যান্টি ডোপিং এজেন্সি।
শ্রীলঙ্কা অ্যান্টি-ডোপিং এজেন্সির ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিলেন ডিকওয়েলা। টুর্নামেন্ট চলাকালে কোনো নিষিদ্ধ পদার্থ তিনি গ্রহণ করেননি ও চিহ্নিত পদার্থটি খেলার পারফরম্যান্স বাড়ানোর সাথে সম্পর্কিত নয়, এমন প্রমাণ জমা দিয়েছিলেন তিনি। আপিল সফল হওয়ায় অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাকে সব ধরনের ক্রিকেটে খেলার অনুমতি দেয়া হয়েছে। সব ধরনের ক্রিকেটে খেলার ছাড়পত্র পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
শ্রীলঙ্কার হয়ে তিন সংস্করণেই খেলেছেন ডিকওয়েলা। ৫৪ টেস্টে ২,৭৫৭ রান, ৫৫ ওয়ানডেতে ১,৬০৪ রান ও ২৮টি-২০তে ৪৮০ রান করেছেন তিনি। আন্তর্জাতিক আঙিনায় তার দু’টি সেঞ্চুরি আছে ওয়ানডেতে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা