১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ আজ

-


দুই দলের সবশেষ চার ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। শেষ দু’টিতে করেছে হোয়াইটওয়াশ। কিন্তু এবার সমীকরণ মেলাতে পারেনি টাইগাররা। এ ছাড়া সিরিজ শুরুর আগে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে পরিসংখ্যান ছিল বিব্রতকর। সবশেষ ১১ ম্যাচের একটিও জিততে পারেনি ক্যারিবীয়রা। চলমান সিরিজে সব হিসাব-নিকাশ বুঝিয়ে দিতেই যেন নেমেছে তারা। প্রথম ম্যাচে দারুণ এক জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতেও ধারাবাহিকতা ধরে রাখল শাই হোপের দল। বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ১০ বছর পর সিরিজও (২-০) নিজেদের করে নিলো তারা। আজ সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো। বিপরীতে স্বাগতিকরা চাইবে সব হিসেবে একসাথে ফেরত দিতে; অর্থাৎ হোয়াইটওয়াশ। কিংস্টোনে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশের বিপক্ষে সবশেষ ২০১৪ সালে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর আর কোনো সিরিজেই সুবিধা করতে পারেনি ক্যারিবীয়রা। এক দশক পর সেই আক্ষেপে প্রলেপ টানল হোপের দল।

পুঁজি মাত্র ২২৭। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ৫০ ওভারের ম্যাচে গড় রান তিন শ’র কাছাকাছি। সেখানে এত কম রান নিয়ে বাংলাদেশ যে লড়তেই পারবে না সেটি তো আঁচ করা যাচ্ছিলই। স্বাগকিতরা লক্ষথ্য ছুঁয়ে ফেলে ৭৯ বল হাতে রেখেই। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডেতে সিরিজ জয় অভ্যাসে পরিণত করে ফেললেও এবার মেলেনি সমীকরণ।
ব্যাটিং উইকেটে পুরোপুরি ফ্লপ ব্যাটাররা। শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদ ৯২ বলে ৬২ রানের ইনিংস না খেললে যে কী হতো। অবশ্য তানজিম সাকিবও লড়লেন। তার ব্যাটে আসে ক্যারিয়ার সেরা ৪৫ রান।
তার পরও লড়াকু পুঁজি আসেনি টপ অর্ডারদের ব্যর্থতায়। সেন্ট কিটসে হারের পর অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ব্যাটারদেরই দাঁড় করালেন কাঠগড়ায়, ‘জিততে এই উইকেটে তিন শ’র বেশি রান প্রয়োজন ছিল। মাঝের ওভারগুলোয় ভালো করতে পারিনি। একের পর এক উইকেট হারিয়েছি। মাহমুদুল্লাহ ও তানজিম সাকিব ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো বল করেছে। তৃতীয় ম্যাচে ২-১ এর জন্যই মাঠে নামব। আশা করছি ব্যাটাররা তাদের সেরাটা দিয়ে ফল পক্ষে নিয়ে আসবে।’

উইন্ডিজ সফরে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশ আগে ব্যাট করে তুলেছিল ২৯৪ রান। একই মাঠে দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট করে অলআউট হয়েছে ২২৭ রানে। প্রথম ম্যাচে বড় সংগ্রহ তুলেও ম্যাচ হারতে হয়েছিল। দ্বিতীয় ম্যাচে তো পাত্তাই পায়নি। সিরিজ হারে নিজেদের কমিটমেন্টের ঘাটতি দেখছেন পেসার তানজিম হাসান সাকিব। ‘প্রথম ম্যাচে খুবই ভালো ব্যাটিং করেছে ব্যাটাররা। আর দ্বিতীয় ম্যাচে একটু পিছিয়ে গেছি ব্যাক টু ব্যাক উইকেট যাওয়ায়। ওই জায়গায় কলাপস করেছি। ব্যাটাররা যদি আরেকটু কমিটমেন্ট নিয়ে ব্যাট করত, তাহলে ভিন্ন হতে পারত।’
উইন্ডিজ অধিনায়ক শাই হোপের কথায়, ‘সিরিজ জিতে আমাদের নজর আরো একটু উপরে। আপনার যা ভাবছেন, আমরাও তাই ভাবছি। তবে বাস্তবে রূপ দেয়াটা একটু কঠিন। বাংলাদেশ আমাদের সজোরে চেপে ধরবে। দিনটি আমাদের হতে হবে। গত দুই ম্যাচের মতো আমরা স্বাভাবিক আছি এবং থাকব।’


আরো সংবাদ



premium cement