২৯ ডিএফএ বিলুপ্ত করল বাফুফে
- ক্রীড়া প্রতিবেদক
- ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
- ৮ দলের বিসিএলে থাকবে না রেলিগেশন
- পারিশ্রমিক বেড়েছে রেফারিদের
তাবিথ আওয়ালের নেতৃত্বাধীন বাফুফে প্রথম সভায় কয়েকটি কমিটি গঠন করে। এর একটি ডিএফএ (জেলা ফুটবল অ্যাসোসিয়েশন) মনিটরিং কমিটি। গতকাল এই ডিএফএ মনিটরিং কমিটি ৩৫টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশন নিয়ে যে রিপোর্ট দিয়েছে, তাতে কপাল পুড়েছে ২৯টি ডিএফএর। এই ২৯টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনে বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনে যোগাযোগের জন্য কাউকেই পাওয়া যাচ্ছে না। তাই কমিটির দেয়া রিপোর্টের ভিত্তিতে এই ২৯টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা করেছে বাফুফে। এই ডিএফএ-গুলোতে অ্যাডহক কমিটি গঠন করে সেখানে ৯০ দিনের মধ্যে নির্বাচন দিয়ে নতুন কমিটি গঠত করতে বলা হয়েছে। সভা শেষে জানান বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। গতকাল বাফুফের প্রায় চার ঘণ্টার ম্যারাথন মিটিংয়ে এটিই ছিল উল্লেখযোগ্য সিদ্ধান্ত। তবে পুরুষ ও নারী জাতীয় দলের দুই হেড কোচ হাভিয়ার কাবরেরা এবং পিটার জেমস বাটলারের চুক্তি নবায়ন বিষয়ে কোনো আলোচনাই হয়নি। এই সভায় তিনজন সদস্য অনলাইনে সভায় অংশ নেন।
জানা গেছে, বিলুপ্ত হওয়া ২৯ ডিএফএর মধ্যে আছে ফেনী, খাগড়াছড়ি, শরীয়তপুর, গোপালগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট পঞ্চগড়, ঠাকুরগাঁও। আট বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনও বিলুপ্তির খাতায় বলে জানা গেছে। পর্যায়ক্রমে বাকি জেলাগুলোতে চলবে তদন্ত। উল্লেখ্য এই জেলাগুলোর কাউন্সিলররাই বাফুফের গত নির্বাচনে ভোট দিয়েছিলেন। আমিরুল ইসলাম বাবু বলেন, বর্তমান কমিটির সময়ে এই জেলাগুলোর কমিটি গঠিত হয়নি। এটা গত কমিটির সময় হয়েছে। এই জেলাগুলোর কাউন্সিলর কিন্তু গত কমিটিই ঠিক করেছে। রাজবাড়ীর মঞ্জুরুল আলম দুলাল ডিএফএ মনিটরিং কমিটির চেয়ারম্যান।
বাফুফে আট বিভাগের প্রত্যেকটি জেলাতেই খেলা শুরু করতে চায়। কিন্তু এই ২৯ জেলায় ফুটবল টুর্নামেন্ট করার জন্য কাউকেই যোগাযোগ করে পাওয়া যাচ্ছে না।
বাফুফের এই সভায় গতকাল রেফারিদের পারিশ্রমিক বাড়ানো হয়। এই বর্ধিত টাকা রেফারিরা ২০২৫-এর জানুয়ারি থেকেই পাওয়া শুরু করবেন। তবে গত দুই বছরের বকেয়া টাকা তারা এখন পাবেন না। গতকালের সভায় সিদ্ধান্ত, এখন থেকে রেফারিরা ম্যাচ পরিচালনার জন্য চার হাজার টাকার বদলে পাঁচ হাজার টাকা পাবে। আর চতুর্থ রেফারিদের পারিশ্রমিক সাড়ে তিন হাজার টাকার বদলে হবে সাড়ে চার হাজার টাকা। দেশে নতুন রেফারি তৈরি করার জন্য রেফারি অ্যাকাডেমি প্রতিষ্ঠা করা হবে। প্রতি ব্যাচে ২০ জন করে সর্বোচ্চ ২৫ বছর বয়সী পর্যন্ত পুরুষ ও নারী রেফারিরা এই অ্যাকাডেমিতে ভর্তি হতে পারবেন।
বাফুফের আগামী দুই সভার ভেনুও ঠিক হয়েছে। আগামী সভা হবে চট্টগ্রামে। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম এই সভার স্বাগতিক। এর পরের সভা হবে যশোরে। এই সভার আয়োজক অপর সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী।
সভায় সিদ্ধান্ত এবারের বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ কমপক্ষে আট দল নিয়ে হবে। তবে কোনো রেলিগেশন থাকবে না। ঢাকা সিনিয়র ডিভিশন লিগের ক্লাবগুলো লাইসেন্স পাওয়া সাপেক্ষে এই লিগে অংশ নিতে পারবে। সভা শেষে ব্রিফিংয়ে জানান আমিরুল ইসলাম বাবু।
সভায় বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের মেয়াদ আরো দুই বছরের জন্য বাড়ানো হয়।
তারুণ্যের উৎসব ১১-২১ ফেব্রুয়ারি অনূর্ধ্ব-২০ নারী সাফ দিয়ে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সাফ কর্তৃপক্ষ আসরটি স্থগিত করার কথা জানায়। তবে বাফুফে ফের এই টুর্নামেন্ট করার চেষ্টা করছে বলে জানানো হয়। এ জন্য সাফের অন্য দেশগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে সিলেট এবং পঞ্চগড় টুর্নামেন্ট করার কথা জানানো হয়। সিরাজগঞ্জে চরের মধ্যে হবে ফুটবল টুর্নামেন্ট। রাঙ্গামাটি ও বান্দরবানে হবে অনূর্ধ্ব-১৫ ফুটবল। অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল করারও চেষ্টা চলছে। সভায় বিভিন্ন কমিটি চূড়ান্ত করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা