১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রত্যাবর্তনের ম্যাচে তামিমের ১৩

-

তিনটি সিঙ্গেল নিয়ে ইনিংস শুরু করেছিলেন তামিম ইকবাল। এরপর একটি বাউন্ডারি ও ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে একটি ছক্কা। এরপর আর ইনিংস বড় করতে পারেননি বাঁহাতি এই ওপেনার। ১০ বলে ১৩ রান করে শেষ হয়েছে তামিমের প্রত্যাবর্তনের ইনিংস। জাতীয় ক্রিকেট লিগ টি-২০তে নিজেদের প্রথম ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে চট্টগ্রাম বিভাগ।

আগে ব্যাট করে ৯ উইকেটে ১৩২ করে চট্টগ্রাম। সেই লক্ষ্য ১৯ বল হাতে রেখেই জয় পেয়েছে রংপুর। মাঝারি লক্ষ্য তাড়ায় মোহাম্মদ রিজওয়ান ও তানবীর হায়দার মিলে যোগ করেন ২২ রান। রিজওয়ান ফেরেন ১৫ রান করে। অভিজ্ঞ ব্যাটার নাঈম ইসলাম ২৪ রান করেন। এরপর আব্দুল্লাহ আল মামুন ১ রান করলেও এক প্রান্ত আগলে রেখে ৩৭ বলে ৪১ রানের ইনিংস খেলেন তানবীর। আর আকবর আলীর ব্যাট থেকে আসে ২৫ রান। এরপর আরিফুল হকের ১২ ও আলাউদ্দিন বাবুর ১০ রানের অপরাজিত ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর। চট্টগ্রামের হয়ে হাসান মুরাদ দু’টি, একটি করে উইকেট নেন আহমেদ শরিফ ও মুমিনুল হক।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রামের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ২৭ এসেছে মুমিনুলের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেছেন ইরফান শুক্কুর। আর কেউই ২০ রানের গণ্ডি পেরুতে পারেননি। রংপুরের মুকিদুল ইসলাম মুগ্ধ ১৭ রানে তিনটি, আলাউদ্দিন বাবু ৯ রানে দু’টি, একটি করে উইকেট নেন এনামুল হক এনাম ও আব্দুল গাফফার।


আরো সংবাদ



premium cement