ঢাকায় আন্তর্জাতিক ব্যাডমিন্টন কাল শুরু
- ক্রীড়া প্রতিবেদক
- ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
৫ আগস্ট পট পরিবর্তনের পর ঘরের মাঠে ক্রিকেটে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের পর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে হতে যাচ্ছে ব্যাডমিন্টনের আন্তর্জাতিক আসর। নতুন সাজে আগামীকাল থেকে শুরু হচ্ছে জুনিয়রে তিন দেশ ও সিনিয়রে ১৯ দেশের সেরা শাটলারদের অংশগ্রহণে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ ও সিনিয়রদের ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ। ৭০ লাখ টাকা বাজেটের এই টুর্নামেন্টে জুনিয়রে ৫ ও সিনিয়রে ১৫ হাজার মার্কিন ডলার প্রাইজমানি থাকছে।
১৩-১৫ ডিসেম্বর জুনিয়র টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশসহ ভারত ও ইন্দোনেশিয়া। শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করেছে মালদ্বীপ। ১৭-২১ ডিসেম্বর সিনিয়র টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, কানাডা, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, জাপান, মালদ্বীপ, ইউক্রেন, ইতালি, ফিনল্যান্ড, বুলগেরিয়া, উগান্ডা, ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও ইংল্যান্ডের শাটলাররা। সিনিয়রে টপ সিড ভিয়েতনামের লি ডাক ফাত এবং জুনিয়রে টপ সিড ভারতের সাই প্রসাদ।
জুনিয়রে বাংলাদেশের ৫৫ জনসহ ভারত-ইন্দোনেশিয়া মিলিয়ে মোট ১১৪ জন এবং সিনিয়রে বাংলাদেশের ৬১ জনসহ অন্য দেশ মিলিয়ে ২২৮ জন অংশগ্রহণের প্রত্যাশা করছে ব্যাডমিন্টন ফেডারেশন। জুনিয়র ও সিনিয়র দুই বিভাগে নারী ও পুরুষ একক এবং দ্বৈতের পাশাপাশি মিশ্র দ্বৈতের খেলা হবে।
বিগত আসরে জুনিয়র বিভাগে এই টুর্নামেন্টে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব রয়েছে। তাই এবারো সেই রকম কিছু প্রত্যাশা সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামরুন নাহার ডানার। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা দুই বিভাগেই ভালো প্রত্যাশা করছি। বিশেষ করে জুনিয়র বিভাগে বিগত টুর্নামেন্টগুলোতে আমাদের একাধিক পদক ছিল। এবারো আশা রয়েছে।’
ফেডারেশনের নির্বাহী সদস্য, টুর্নামেন্ট ডিরেক্টর, বাংলাদেশ পুলিশের ডিআইজি তাপতুন নাসরীন বলেন, ‘আন্তর্জাতিক আসর উপলক্ষে খেলোয়াড়ের থাকা, বিমানন্দর থেকে হোটেল, হোটেল থেকে ভেনুতে আসা যাওয়ায় নিরাপত্তার জন্য যা যা করা দরকার সব ব্যবস্থা করা হয়েছে।’
সাবেক জাতীয় চ্যাম্পিয়ন জাভেদ পুরুষ ও এলিনা সুলতানা নারী দলের প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন। এই টুর্নামেন্টে টেকনিক্যাল অফিসিয়াল হিসেবে কাজ করার কথা ছিল আম্পায়ার ইসমাইল নজীব রাসেলের। তার অকাল মৃত্যুতে সেই ভার পড়েছে তারই শিষ্য শামীম হাসান সৈকতের ওপর। ৭০ লাখ টাকা বাজেটের এই টুর্নামেন্টে একমি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর্থিক সহায়তা করছে। ইউনেক্স-সানরাইজ দিচ্ছে প্রায় ৩৫ লাখ টাকা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা