জিশানের সেঞ্চুরিতেও সিলেটের হার
- ক্রীড়া প্রতিবেদক
- ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
এনসিএল টি-২০র প্রথম দিনেই সেঞ্চুরির দেখা পেয়েছেন সিলেট বিভাগের ওপেনার জিশান আলম। মারকুটে ব্যাটিংয়ে মাত্র ৫২ বলেই তুলে নিয়েছেন আসরের এবং নিজের প্রথম সেঞ্চুরি। তবে তার সেঞ্চুরির ম্যাচটিও জিততে পারেনি সিলেট। আরিফুল ইসলামের ৯৪ রানের ইনিংসে বিশ ওভারে ২০৬ রানের লক্ষ্য তাড়ায় ৬ উইকেটে জেতে ঢাকা বিভাগ।
১০০ রানের ইনিংসে জিশানের ব্যাট থেকে এসেছে ৫২ বলে ১০টি ছক্কা, চারটি চার। প্রথম ৩৮ বলে পূরণ করেন হাফ সেঞ্চুরি। ঢাকা বিভাগের পেসার সালাহউদ্দিন শাকিলকে ছক্কা হাঁকিয়ে হাফ সেঞ্চুরি পূরণ করা জিশান ব্যাটিং ইনিংসের ১৩ ওভার শেষে অপরাজিত ছিলেন ৪০ বলে ৫২ রান করে। পরের গল্পটা একেবারেই ভিন্ন। ১২ বলে জিশানের ব্যাট থেকে এসেছে ৪৮ রান। ১৪ তম ওভারে প্রথম বলে ২ রান নিলেও পরের ৫ বলে নেন ৩০ রান। ১৭তম ওভারে নাজমুল অপুর প্রথম বলেই সিংগেল নিয়ে এনসিএল টি-২০র প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখান জিশান। এ ছাড়া মাহফুজুর রাব্বির ৩০, তৌফিক খান তুষারের ২৯ রানের সুবাদে ৪ উইকেটে ২০৫ রান তোলে সিলেট।
লক্ষ্য তাড়ায় সাইফ হাসান শূন্যতে ফিরলেও আরিফুলের তাণ্ডবে ১৩ ওভারের আগেই ১৪০ রান তোলে ঢাকা। আবু জায়েদ রাহির বলে বিদায় নেয়ার আগে ৪৬ বলে ছয়টি চার ও আটটি ছক্কায় ৯৪ রান করেন আরিফুল। এরপর আরাফাত সানির ২৭, মাহিদুল ইসলাম অঙ্কনের ৩০* এবং শুভাগত হোমের ৩১* রানের সুবাদে ম্যাচটি জিতে নেয় ঢাকা। শেষ বলে ৫ রান লাগলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতান শুভাগত।
জয়ে শুরু ঢাকা মেট্রোর
বরিশালের বিপক্ষে ৩১ রানের জয় দিয়ে এনসিএল টি-২০ শুরু করেছে ঢাকা মেট্রো। আগে ব্যাট করে ইমরানুজ্জামান (৫৩) ও নাঈম শেখে (৬৫) ভর করে ৪ উইকেটে ১৯২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় মেট্রো। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ফজলে মাহমুদ রাব্বি (৭৭) ও সোহাগ গাজী (৪০*) কেউ বলার মতো রান না পেলে ১৬১ রানেই থামে বরিশাল।
খুলনাকে হারের স্বাদ দিলো
রাজশাহীর সোহান
খুলনার বিপক্ষে ১৭৩ রানের লক্ষ্যটা রাজশাহীর জন্য একেবারে সহজ ছিল না। তবে কাজটা সহজ করে দিয়েছেন নুরুল হাসান সোহান ও সাব্বির হোসেন (২৮)। বিশেষ করে সোহানের ঝড়ো ব্যাটিংয়ে (৩০ বলে ফিফটি, ৩৮ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৬৬ রান) জয়ের ভিত পায় রাজশাহী। ম্যাচ জিততে বাকি কাজটা সেরেছেন প্রীতম কুমার ও এস এম মেহেরব হাসানরা। আলো স্বল্পতায় খেলা শেষের আগে ডিএলএস মেথডে ১১ রানের জয় পেয়েছে রাজশাহী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা