লিন্ডের অলরাউন্ড নৈপুণ্যে এগিয়ে প্রোটিয়ারা
- ক্রীড়া ডেস্ক
- ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ডেভিড মিলারের ঝড়ের সাথে যোগ দিলেন জর্জ লিন্ডে। সতীর্থদের আসা-যাওয়ার মাঝেও দুই ব্যাটারের ব্যাটে ভর করে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৯ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ের পর বল হাতেও আলো ছড়ালেন লিন্ডে। একাই নিলেন ৪ উইকেট। পাকিস্তানকে ১৭২ রানে থামিয়ে ১১ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল মাঠে নামবে দুই দল।
ডারবানে ১৮৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকেও শুরুতে বিপর্যয় পিছু ছাড়েনি। দলীয় ১৬ রানে কোনো রান না করেই সাজঘরে ফেরেন বাবর আজম।
সায়েম আইয়ুবকে নিয়ে এরপর শুরু হয় অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের প্রতিরোধ। এই জুটিতে আসে ৪০ রান। এবার সিমেলেনের বলে ৩১ রান করে ফেরেন আইয়ুব। ৯ রানের বেশি করতে পারেনি উসমান খান। তাইয়েব তাহিরের ১৮ ও শাহিন শাহ আফ্রিদি করেন ৯। ব্যাটারদের আসা-যাওয়া অপর প্রান্তে দাঁড়িয়ে দেখছিলেন লড়াই চালিয়ে যাওয়া রিজওয়ান। ২০তম ওভারের দ্বিতীয় বলে রিজওয়ানের লড়াই থামালেন মাফাকা। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রানে পাকিস্তান থাকলে সিরিজে এগিয়ে যায় প্রোটিয়ারা। ব্যাট হাতে ৪৮ রান ও বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা লিন্ডে।
এর আগে গত পরশু টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হেনরিক ক্লাসেন। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই রাসি ভ্যান ডের ডুসেনকে হারিয়ে বিপর্যয় শুরু হয় দক্ষিণ আফ্রিকার। ম্যাথিউ ব্রিটজকে দলীয় ১০ ও ২৮ রানে রেজা হেনরিককে আবরার আহমেদ সাজঘরের পথ দেখালে বিপর্যয় আরো বেড়ে যায় প্রোটিয়াদের। এরপর ক্লাসেন ও ডোনোভান ফেরেরার উইকেট তুলে নেন আব্বাস আফ্রিদি। এক প্রান্ত থেকে তা দেখছিলেন ডেভিড মিলার। সেখান থেকেই লিন্ডেকে নিয়ে ঝড় শুরু করেন মিলার। ৮টি ছক্কা ও ৪টি চারের সাহায্যে ৪০ বলে করেন ৮২ রান। আর লিন্ডের ব্যাট থেকে আসে ২৪ বলে ৪ ছক্কা ও ৩ চারে ৪৮ রান। শেষের দিকে ১২ রানে অপরাজিত ছিলেন কোয়ানা মাফাকা। তিনটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা