চোয়ালবদ্ধ লড়াইয়ে জয়ে ফিরল রিয়াল
- ক্রীড়া ডেস্ক
- ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
প্রতিপক্ষ ছিল ছন্দের তুঙ্গে। বিপরীতে সম্প্রতি ধুঁকতে থাকা দল রিয়াল মাদ্রিদ। তবে প্রতিযোগিতার নাম যখন চ্যাম্পিয়ন্স লিগ, তখন ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির জুড়ি মেলা ভার। প্রতিপক্ষের আক্রমণের ঢেউ সামালে ধুঁকতে থাকা রিয়াল আবারো স্বরূপে ফিরল দারুণ জয়ে। আটালান্টার বিপক্ষে গত পরশু ৩-২ গোলের রোমাঞ্চকর জয়ে ফের দেখিয়ে দিলো কেন ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগের ‘কিং’। লস ব্লাঙ্কোসদের জয়ে ফেরার ম্যাচে গোল পেয়েছেন আক্রমণভাগের নেতৃত্ব দেয়া ত্রয়ী ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহাম।
রাতের আরেক ম্যাচে জিরোনাকে ১-০ গোলে হারিয়ে সবার আগে শেষ ষোলো নিশ্চিত করল লিভারপুল। আর্নে স্লটের অধীনে চলতি আসরের একমাত্র অপরাজিত দল ইংলিশ ক্লাবটি। অল রেডদের হয়ে জয়ের নায়ক ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করা মোহাম্মদ সালাহ। এ দিকে শাখতার ডোনেস্ককে তাদের ঘরের মাঠেই ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। শুরুতে গোল হজমের পর ইউক্রেনের ক্লাবটির জালে গোলউৎসবে মেতে ওঠে বাভারিয়ানরা। ইন্টার মিলানকে ১-০তে হারিয়েছে জাভি আলোসোর লেভারকুজেন। জয়সূচক গোলটি করেন ফরাসি ডিফেন্ডার নর্ডি মুকাইলে। সালজবার্গের মাঠে ৩-০ গোলের সহজ জয় পিএসজির। বুন্দেসলিগার ক্লাব আরবি লিপজিগের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩-২ ব্যবধানে জিতেছে অ্যাস্টন ভিলা।
ইতালির ক্লাব আটালান্টার গেউইস স্টেডিয়ামে বল দখল থেকে শুরু করে গোলমুখে শট নেয়ায় অনেকটাই পিছিয়ে ছিল রিয়াল। তারপরও গোলমুখে কার্লো অ্যানচেলোত্তির শিষ্যরা সুযোগের যথাযথ ব্যবহারে পূর্ণ তিন পয়েন্ট জিতে নেয়। ছয় ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে উঠে এসেছে রেকর্ড ১৫বারের চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন ক্লাবটি। নতুন সংস্করণের এই লিগে প্রথম হারের তেতো স্বাদ পাওয়া আটালান্টা ১১ পয়েন্ট নিয়ে আছে ৯ নম্বরে। আসরের সব ক’টি ম্যাচ জেতা লিভারপুল ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই।
জিততেই হবে এমন সমীকরণের ম্যাচে ১০ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন দারুণ এক মাইলফলক স্পর্শ করা এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগে ৭৯ ম্যাচে ফরাসি ফরোয়ার্ডেও গোল হলো ৫০টি। পিছিয়ে পড়ার পর মুহুর্মুহু আক্রমণে সফরকারীদের রক্ষণভাগে ভীতি ছড়াতে থাকে আটালান্টা। প্রথমার্ধের যোগ করা সময়ের একেবারের শেষ মুহূর্তে সমতাসূচক গোলটি পেয়ে যায় তারা। পেনাল্টি থেকে ব্যবধান ১-১ করেন বেলজিয়াম ফরোয়ার্ড দে কেটেলার।
বিরতির পর দলকে ফের এগিয়ে দেন চোট থেকে ফেরা ভিনিসিয়াস। মিনিট তিনেক পরের গোলেও সহায়তা করেন ব্রাজিলিয়ান তারকা। ভিনির পাস থেকে বল জালে জড়ান ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম। ৬৫ মিনিটে আদেমোলা লুকম্যানের গোলে ব্যবধান কমিয়ে ৩-২ করে আটালান্টা। এরপর আক্রমণে আরো ঝড় তুলে রিয়ালকে কোণঠাসা করে সিরি’আর ক্লাবটি। যদিও দাঁতে দাঁত চেপে লড়াই করে জাল অক্ষুণ্ণ রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
দারুণ এই জয়ের পর সেরা আটে থেকে শেষ ষোলোতে যাওয়ার আশা ধরে রাখছেন অ্যানচেলোত্তি। রিয়াল কোচ বলেন, শীর্ষে আটে থাকা এখনো অনেক জটিল। তবে আরো দু’টি ম্যাচ আছে। দুই ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট পেতে পারি... এরপর দেখা যাবে কি হয়। কঠিন পরীক্ষা উত্তরানোর ম্যাচে রিয়ালের ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে এমবাপ্পের চোট। ৩৬ মিনিটে উরুর চোটে মাঠ ছাড়েন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে তার চোট গুরুতর নয় বলে আশা করছেন এই ইতালিয়ান কোচ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা