০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

বিওএ ম্যারাথনে পুরস্কার ৭৩ লাখ টাকা

-

প্রথমবারের মতো ম্যারাথনের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। ২০ ডিসেম্বর ঢাকার পূর্বাচলের জলসিঁড়িতে বিভিন্ন শ্রেণী-পেশার নারী-পুরুষ বিভিন্ন ক্যাটাগরি মিলিয়ে প্রায় পাঁচ হাজার ম্যারাথনবিদ অংশ নেবেন। যাদের মধ্যে সেরা ৯৩ জন অ্যাথলেটকে ৭২ লাখ ৯০ হাজার টাকার পুরস্কার দেয়া হবে। গতকাল বিওএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘সভাপতি (সেনাবাহিনী প্রধান) মহোদয়ের নির্দেশনায় বিওএ প্রথমবার ম্যারাথন আয়োজন করছে। সাধারণ জনগণের শরীর চর্চা ও সুস্থ জীবনযাপনের লক্ষ্যে এই আয়োজন। বিওএর বছরে অন্তত দুইবার এই ম্যারাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

বিওএ ম্যারাথনে ১০ কিলোমিটার রেস ও হাফ ম্যারাথন ২১.১০ কিলোমিটার দূরত্বে দু’টি প্রতিযোগিতা হবে। ৫০ বছরের বেশি বয়সীরা ভেটেরান ক্যাটাগরিতে দৌড়াবেন। যারা পেশাদার ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন তারা এলিট বিভাগের অন্তর্ভুক্ত। এ ছাড়া ১৮-৫০ বছর পর্যন্ত সাধারণ একটি ক্যাটাগরি রয়েছে। ক্যাটাগরি ভিত্তিতে প্রথম স্থান অর্জনকারী দেড় থেকে দুই লাখ টাকা আর্থিক পুরস্কার পাবেন। ২০তম হয়েও ২০ হাজার টাকা পাওয়ার সুযোগ রয়েছে।
গত কয়েক বছরে বিভিন্ন সংস্থা আয়োজিত ম্যারাথন নিয়ে অনেক অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে বিওএ’র সহসভাপতি শেখ বশির আহমেদ বলেন, ‘কোন সময় কোন ম্যারাথন অনুষ্ঠিত হবে এ রকম একটা সূচি হওয়া দরকার। আমরা আগামীতে সমন্বয়ের চেষ্টা করব।’

 


আরো সংবাদ



premium cement