০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

বড় জয় বার্সেলোনার

-

স্প্যানিশ লা লিগায় টানা তিন ম্যাচে পয়েন্ট হারানোর পর জয়ে ফিরতে মরিয়া ছিল বার্সেলোনা। রিয়াল মায়োর্কাকে তাদেরই মাঠে গত পরশু ৫-১ ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচের প্রথমার্ধে সুযোগ ঠিকমতো কাজে লাগাতে না পারলেও দ্বিতীয়ার্ধে জ্বলে উঠে হ্যান্সি ফ্লিকের দল। ফেরান টরেসের গোলে সফরকারীরা প্রথমে এগিয়ে গেলেও প্রথমার্ধেই সমতা ফেরান ভেদাত মোরিকি। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের জালে গুনে গুনে চারবার বল পাঠালেন রাফিনিয়া (দু’টি) ফ্রেংকি ডি ইয়ং ও পাউ ভিক্টর। এদিন অন্য ম্যাচে সেভিয়ার মাঠে ১-১ গোলে ড্র করে ওসাসুনা।

ইংলিশ প্রিমিয়ার লিগে এদিন ইপ্সউইচ টাউনকে ১-০তে হারিয়েছে ক্রিস্টাল প্যালেস। ওয়েস্টহ্যামের বিপক্ষে নিজেদের মাঠে ৩-১ গোলে জিতেছে লিস্টার সিটি। লা লিগায় গত তিন রাউন্ডে রিয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলে হারের পর সেল্টাভিগোর বিপক্ষে ২-২-এ ড্র করে বার্সেলোনা। এরপর পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা দল লাস পালমাসের বিপক্ষে ১-২ গোলে নিজেদের মাঠে হেরেছিল ফ্লিকের দল। আর ওই তিন ম্যাচের একাদশেই ছিলেন না স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। এবার তার উপস্থিতিতে আবারো জয়ে ফিরল বার্সেলোনা।

মায়োর্কার মাঠ ইস্তাদি সন মোইক্সে ম্যাচের ১২ মিনিটে বক্সের ভেতর বল ক্লিয়ারের চেষ্টায় সতীর্থের পায়ে মারেন মায়োর্কার এক ডিফেন্ডার। আলগা বলে টরেসের শট গোলরক্ষকের পায়ে লেগে জালে জড়ালে এগিয়ে যায় বার্সা। ৪৩ মিনিটে অফসাইডের ফাঁদ এড়িয়ে বল ধরে পাবলো মাফিওর কাছ থেকে বল পেয়ে ফাঁকা জালে পাঠিয়ে স্বাগতিকদের ১-১-এ সমতায় ফেরান মোরিকি। এরপর বার্সাকে আর থামানো যায়নি।

 


আরো সংবাদ



premium cement