০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

৮৬৬তম ম্যাচে প্রথম লাল কার্ড

-

ক্লাব কিংবা জাতীয় দলের জার্সিতে দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে নির্ভেজাল খেলা উপহার দিয়ে যাচ্ছিলেন ম্যানুয়েল ন্যূয়ার। ৮৬৬তম ম্যাচে খেলতে নেমে গত পরশু স্বচ্ছ পেশাদার ফুটবল ক্যারিয়ারে দাগ লেগে গেল তার। জার্মান কাপে বায়ার লেভারকুজেনের বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো লাল কার্ড দেখলেন ৩৮ বছর বয়সী এই গোলরক্ষক। জার্মান গোলরক্ষকের এমন তিক্ত অভিজ্ঞতার দিনে হেরেছে তার ক্লাবও। জার্মান কাপের রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জাভি আলোনসোর দল।

বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ এরিনায় ম্যাচের ১৮ মিনিটে অচেনা এক দৃশ্যের সাক্ষী হয়েছে বাভারিয়ানরা। ডি বক্স থেকে বেরিয়ে লেভাকুজেনের ডিফেন্ডার জিরেমি ফ্রিম্পংকে আটকাতে গিয়ে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ন্যূয়ার। ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলে ভুগতে হয়েছে স্বাগতিকদের। ৬৯ মিনিটে সফরকারীদের জয়সূচক একমাত্র গোলটি করেন বদলি নামা নাইজেরিয়ান মিডফিল্ডার নাথান টেলা। ম্যাচ শেষে নিজের লাল কার্ড দেখা নিয়ে দুঃখ প্রকাশ করে ন্যূয়ার বলেন, ‘লাল কার্ডটাই ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে। আমরা কষ্ট পাচ্ছি, আমি দুঃখিত।’

 


আরো সংবাদ



premium cement