০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

‘বাংলাদেশ এক্সপ্রেস’ নাহিদ রানা

৫ উইকেট নেয়ার পর নাহিদ রানা -


এই শতাব্দীর শুরুর দিকে শোয়েব আখতার, ব্রেট লি ও শেন বন্ড নিয়মিতই দেড়শ’ কিলোমিটার গতি ছাড়াতেন। পরে গতির উৎসবে যোগ দেন শন টেইট। সেই সময়টায় দেড়শ’ কিলোমিটার গতিতে বল করাকে নিয়ম বানিয়ে ফেলেছিলেন তারা। পরবর্তী সময়েও বেশ কজন বোলার এসেছেন এমন গতিময়। তবে এখন, এই সময়ে নিয়মিত দেড়শ’ কিলোমিটার ছাড়ানোর মতো বোলার বলতে সবার চোখ নাহিদের দিকেই।
চাঁপাইনবাবগঞ্জের ছেলেটিকে দেশের ক্রিকেটে ‘চাঁপাই এক্সপ্রেস’ নামে ডাকা হয় মাঝেমধ্যেই। জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ গত সোমবার ধারাভাষ্যে বললেন, ‘বাংলাদেশ এক্সপ্রেস।’ যে নামেই ডাকা হোক, নাহিদের মূল পরিচয় ‘এক্সপ্রেস।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ ছিল চরম ব্যাকফুটে। আরেকটি ব্যর্থতার চিত্রনাট্য তৈরি ছিল। তবে তৃতীয় দিনে পুরো মোড় ঘুরিয়ে দিলেন নাহিদ রানা। শান্ত চেহারায় মিষ্টি ভাব থাকলেও আগুন ঝরালেন বোলিংয়ে। গতি, বাউন্সের তোড়ে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে বাংলাদেশকে লিড পাইয়ে দেয়ার পর কি স্বাভাবিক জবাবটাই দিলেন, এমন বোলিং করতে নাকি বেশি কিছু করা লাগেনি। নিজেরা ১৬৪ রানে গুটিয়ে গেলেও ওয়েস্ট ইন্ডিজকে ১৪৬ রানে আটকে ১৮ রানের লিড নিয়ে নেয় বাংলাদেশ। ৬৫ ওভারের মধ্যে ১৮ ওভার বল করে ৬১ রানে ৫ উইকেট নেন নাহিদ। টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ ম্যাচ খেলতে নেমে ২২ বছর বয়সী চাঁপাই নবাবগঞ্জের এই পেসার এক ইনিংসে প্রথমবারের মতো ৫ উইকেট পেয়েছেন।

বাংলাদেশের ক্রিকেটে এক্সপ্রেস নাম অবশ্য প্রথম নয়। মাশরাফি বিন মুর্তজা তো ক্যারিয়ারের শুরুতে প্রবল পরিচিতি পেয়েছিলেন ‘নড়াইল এক্সপ্রেস’ নামেই। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের উপাধি হয়ে গেল ‘সাতক্ষীরা এক্সপ্রেস।’ মাশরাফিও ছিলেন গতির মশাল বাহক। তখন পর্যন্ত অমন গতির বোলার আর ছিল না বাংলাদেশের ক্রিকেটে। সে সময়টায় স্পিড গান এখনকার মতো সব ম্যাচে থাকত না। এত খুঁটিনাটি তথ্যও তখন রাখা হতো না। মাশরাফির সর্বোচ্চ গতি, গড় গতির শতভাগ সঠিক তথ্য-উপাত্ত নেই। তবে ১৪৫ কিলোমিটারের আশেপাশে তিনি এক সময় নিয়মিতই বল করতেন বলে ধারণা করা হয়। পরে তো বারবার চোটের থাবায় হয়ে গেলেন স্রেফ মিডিয়াম পেসার। মোস্তাফিজ ছিলেন পাদপ্রদীপের আলোয়। ইনজুরির পর তার কাটারে মরিচা ধরে। তার বোলিং নিয়ে বিশ্লেষণ করে সারা বিশ্ব। ধীরে ধীরে তার বলগুলো আয়ত্তে নিতে শুরু করে ব্যাটাররা।
মাশরাফির পর পর এসেছিলেন আরেক গতিময় পেসার তালহা জুবায়ের। তার সম্ভাবনাও পূর্ণতা পায়নি চোটের আঘাতে। পরে গতির বার্তা নিয়ে এসেছেন রুবেল হোসেন, তাসকিন আহমেদরা। তবে দেড়শ’ কিলোমিটার স্পর্শ করা তাদের কাছেও বরাবরই ছিল কিংবা আছে স্বপ্ন হয়ে। নাহিদ এখানেই আলাদা, অনন্য ও সত্যিকারের রত্ন। শুধু বাংলাদেশ ক্রিকেটের নয়, বিশ্ব ক্রিকেটেরই বড় সম্পদ।

বিসিবির পাঠানো ভিডিওতে নিজের সাফল্য নিয়ে নাহিদ জানালেন, ‘৫ উইকেট পেয়েছি শুকর আলহামদুলিল্লাহ। বেশি কিছু চেষ্টা করিনি। চেষ্টা করেছি ব্যাটসম্যানকে জায়গা না দিয়ে কিভাবে বল করা যায় এবং কোন পরিস্থিতিতে কোন ব্যাটসম্যানকে কিভাবে বল করা যায়।’
নাহিদের বোলিংয়ে ম্যাচে ফিরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংও জুতসই হয়েছে। ৫ উইকেটে ১৯৩ রান তুলে ২১১ রানের লিড হয়ে গেছে বাংলাদেশের। নিজেদের জেতার রাস্তা পরিষ্কার দেখছেন নাহিদ, ‘অবশ্যই আমরা এখন একটা ভালো জায়গায় আছি। এখান থেকে আড়াইশ’ (লক্ষ্য) দিতে পারলে চতুর্থ দিনে স্বাগতিক ব্যাটারদের জন্য কঠিন হবে। উইকেটে অসমান বাউন্স থাকবে, স্পিনে টার্ন থাকবে। ব্যাটাররা অনেক কিছু চেষ্টা করবে। আমার কাছে মনে হয়, এই উইকেটে বেশি কিছু চেষ্টা না করে শুধু লাইন টু লাইন বোলিং করা এবং ব্যাটারকে জায়গা না দিয়ে বোলিং করা।’
প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। এর পর নিজেদের প্রথম ইনিংসে নেমে আগের দিনই এক উইকেটে ৭০ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। তাতে লিড নেয়ার ভাবনা অলীকই ছিল টাইগারদের। সেই দুরূহ কাজ সম্ভব করতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। দুর্দান্ত বোলিং তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ফাইফার। তাতে পুড়ে ছারখার ক্যারিবিয়ানরা।

 


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল