হকির সাফল্যে ৩ সাবেকের প্রতিক্রিয়া
- ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
হকিকে এগিয়ে নেয়ার বড় প্ল্যাটফর্ম : রফিকুল ইসলাম কামাল
আমি খুবই আনন্দিত বাংলাদেশ দল প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করায়। আমি আগেই বলেছিলাম ক্রিকেটের পর হকিতেই বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। এবার তা সত্যি হলো। দেশের হকিকে এগিয়ে নেয়ার জন্য বিশাল এক ফ্ল্যাটফর্ম এই অনূর্ধ্ব-২১ বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাওয়াটা। যুব হকিতে সবসময়ই আমাদের সুযোগ থাকে বিশ্বকাপে খেলার। আমরা কয়েকবার সুযোগ হারিয়েছি। ১৯৯৬ সালে আমি ছিলাম দলে। সেবার ভারতকে ২-১ গোলে হারানোর পরও সেমিতে উঠতে পারিনি। কারণ মালয়েশিয়ার কাছে হার। তখন ডিফেন্ডার মামুন অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনের জন্য হাসপাতালে থাকায় তার অভাব পূরণ হয়নি। এখন বিশ্বকাপের খেলার লক্ষ্য অর্জিত হওয়ার পর ঘরোয়া হকির দিকে নজর দিতে হবে।
অনেক কাঠখড় পুড়িয়ে এ জায়গায় আসা : সাজিদ আদেল
দীর্ঘদিনের চেষ্টার পর আজ বাংলাদেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এটি বিরাট একটি অর্জন। অনেক কাঠখড় পুড়িয়ে বাংলাদেশের হকি আজ এই পর্যন্ত আসতে পেরেছে। অনেকগুলো বাছাই পর্বের ম্যাচ খেলতে খেলতে আমরা এ পর্যায়ে আসতে পেরেছি। আজ আমাদের মনের আশা পূরণ হয়েছে। কোয়ালিফাই করেছি বিশ্বকাপে। আমি সব সময়ই বিদেশের মাটিতে বাংলাদেশের খেলা হলে নিজ খরচে সেখানে যাই। এবারো ওমানে এসেছি বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের খেলা দেখতে। আমি কিন্তু বাংলাদেশ হকি ফেডারেশনের হয়ে আসিনি। আমি ফেডারেশনের কেউ না। এশিয়ান হকি ফেডারেশনের উপদেষ্টা আমি। সেই হিসেবেই ওমানে আসা। খুব ভালো লেগেছে দলের এই সাফল্যে।
বিকেএসপি নির্ভর হলে হবে না : মূসা মিয়া
২০০৬ সালে আমি যখন দলে ছিলাম, তখন অল্পের জন্য জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগ মিস করেছি। এবার সেই টার্গেট পূরণ। খুবই ভালো লাগছে। যদি খেলোয়াড় হিসেবে বাংলাদেশকে বিশ্বকাপে নিতে পারতাম তাহলে আরো ভালো লাগত। তবে এ অর্জনকে ধরে আরো সামনে এগিয়ে যেতে হলে সারা দেশে হকি খেলা শুরু করতে হবে। শুধু বিকেএসপি নির্ভর হলে চলবে না। জেলায় জেলায় যদি হকি না হয় তাহলে বিকেএসপি খেলোয়াড় পাবে কোথায়? সে সাথে ঢাকা হকি লিগও নিয়মিত করতে হবে। শুধু জাতীয় দল নিয়ে থাকলে একসময় সেখানেই খেলোয়াড় জুটবে না। ঢাকায় যদি লিগ না থাকে তাহলে জেলার খেলোয়াড়রা কোথায় খেলবে? তারা টাকাই-বা কোথায় পাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা