জয়ে শুরু বসুন্ধরা কিংসের
বসুন্ধরা কিংস ১-০ ব্রাদার্স; পুলিশ ০-০ ফর্টিস- ক্রীড়া প্রতিবেদক
- ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের অনুপযুক্ত মাঠেই গতকাল হলো বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ ফুটবলের ‘এ’ গ্রুপের খেলা। এতে এবারের ফুটবল মৌসুমের নতুন শক্তি ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। ফলে জয়ে এবারের ফেডারেশন কাপ শুরু করল আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। ময়মনসিংহের রফিকউদ্দিন স্টেডিয়ামে গ্রুপের অপর ম্যাচে গোলশূন্য ড্র করেছে ফর্টিস এফসি ও বাংলাদেশ পুলিশ।
কুমিল্লার মাঠে ২৯ নভেম্বর ক্রিকেট ম্যাচ হওয়ায় নেই পিচের মাটি তুলে ফেলা হয় গত পরশু। ফলে নতুন করে ফেলা ফুটবল উপযোগী মাঠে সাবধানেই খেলতে হয় দুই দলকে। এরপরও চোট নিয়ে মাঠ ছাড়তে হয় বসুন্ধরা কিংসের রাকিব হোসেনকে। হাসপাতালে যেতে হয় তাকে। সাদ উদ্দিনও চোট পায়।
লিগের প্রথম ম্যাচে পুলিশকে ২-১ গোলে হারানো ব্রাদার্স গতকাল গোল পায়নি কপাল দোষে। ৩৪ মিনিটে তাদের গাম্বিয়ান জাকারিয়া দারবোয়ের ফ্রি-কিক প্রতিহত হয় ক্রসবারে। ৬৮ মিনিটে বসুন্ধরা কিংস জয়সূচক গোল পায় তপু বর্মনের কল্যাণে। মিগুয়েল ফিগেইরোর ক্রসে হেডে বল জালে পাঠান এই ডিফেন্ডার। চ্যালেঞ্জ কাপেও তার গোল ছিল মোহামেডানের বিপক্ষে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা