০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ন ১৪৩১,
`

কুমিল্লা স্টেডিয়ামেই ম্যাচ

আজ শুরু ফেডারেশন কাপ
-

আজ থেকে শুরু হচ্ছে বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপের ম্যাচ। বসুন্ধরা কিংস এরিনা, ময়মনসিংহের রফিকউদ্দিন স্টেডিয়াম এবং কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হচ্ছে গ্রুপ পর্বের ম্যাচ। আজ দুই ম্যাচ কুমিল্লা ও ময়মনসিংহে। কুমিল্লা মাঠে ২৯ নভেম্বর জিয়া ক্রিকেট টুর্নামেন্টের খেলা ছিল। এ জন্য এই মাঠের ক্রিকেট পিচের মাটি সরানো যাচ্ছিল না। ফলে এখানে ক্রিকেটের মাটি তুলে ফুটবল উপযোগী মাটি ফেলে তা খেলা উপযোগী করতে বেশ সময় লাগতো। যে কারনে কুমিল্লা স্টেডিয়ামে ফেডারেশন কাপ এবং লিগের ম্যাচ শুরু নিয়ে সংশয় ছিল। তবে শেষ পর্যন্ত আজ কুমিল্লা স্টেডিয়ামে হচ্ছেই ফেডারেশন কাপের ম্যাচ। দুপুর আড়াইটায় চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। জানা গেছে ব্রাদার্সের অনঢ় অবস্থানের কারনেই কুমিল্লার মাঠে খেলা হচ্ছে। খেলা দেখাবে টি স্পোর্টস।
সূত্র মতে, লিগ কমিটি চেয়েছিল বসুন্ধরা কিংস ও ব্রাদার্সের খেলা ময়মনসিংহে স্থানান্তর করে ময়মনসিংহ মাঠের পুলিশ ও ফর্টিস এফসির খেলা বসুন্ধরা কিংস এরিনাতে আয়োজন করতে। ব্রাদার্স তাতে সম্মতি দেয়নি। অন্য দিকে ব্রাদার্স ইউনিয়নের প্রস্তাব ছিল বসুন্ধরার সাথে তাদের ম্যাচটি মুন্সীগঞ্জ স্টেডিয়ামে করতে। লিগ কমিটিও তাতে সায় দেয়নি। ফলে শেষ পর্যন্ত কুমিল্লার অনুপযুক্ত মাঠেই শুরু হচ্ছে ফেডারেশন কাপের ম্যাচ। দুপুর আড়াইটায় ময়মনসিংহে ফর্টিসের প্রতিপক্ষ বাংলাদেশ পুুলিশ।
১০ দল দুই গ্রুপে বিভক্ত খেলছে নতুন ফরমেটের এই টুর্নামেন্টে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে ফাইনাল কোয়ালিফাইং রাউন্ড ওয়ানে। জয়ী দল চলে যাবে ফাইনালে। এই ফাইনাল ২ মে। দুই গ্রুপের রানার্সআপ দল পরস্পরের মোকাবেলা করবে ফাইনাল কোয়ালিফাইং রাউন্ড টুতে। এই ম্যাচের জয়ী দল ফাইনালে যাবে না। শিরোপা নির্ধারনী ম্যাচে খেলার জন্য তাদের ফাইনাল কোয়ালিফাইং রাউন্ড থ্রিতে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে কোয়ালিফাইং রাউন্ড ওয়ানে হারা দলের সাথে।
গ্রুপ ‘এ’তে আছে বসুন্ধরা কিংস, বাংলাদেশ পুলিশ, ফর্টিস এফসি, ব্রাদার্স ইউনিয়ন এবং ঢাকা ওয়ান্ডারার্স। ‘বি’ গ্রুপে লড়ছে রানার্সআপ মোহামেডান, ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ এবং ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুল।

 


আরো সংবাদ



premium cement
হাইকমিশনে নিরাপত্তা দিতে ভারতকে জাতিসঙ্ঘের সহায়তা নিতে বললেন আসিফ চোরতন্ত্রে পরিণত হয় দেশ বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা বিএনপি ক্ষমতা পেলে ফ্যামিলি ও ফার্মার্স কার্ড দেয়া হবে পশ্চিমতীরকে যুক্ত করে নিতে ইসরাইলের খসড়া পরিকল্পনা তৈরি দেশ স্থিতিশীল রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : ডা: শফিক তাঁবেদার রেজিম উৎখাতে ভারতের নীতিনির্ধারকরা এখন বেসামাল বাংলাদেশী সংখ্যালঘুদের দলে দলে ভারত পালানোর তথ্য সঠিক নয় ৫ আগস্টের পর ভারতের সাথে সম্পর্কে সমস্যা চলছে : পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে মোদির কাছে আবদার মমতার

সকল