উন্মোচিত হলো বিপিএল মাস্কট
- ক্রীড়া প্রতিবেদক
- ০২ ডিসেম্বর ২০২৪, ০১:২৯
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উন্মোচন করা হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাস্কট। এবারের বিপিএল আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা রয়েছে। গত কয়েকমাস ধরে হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর বিভিন্ন কার্যক্রম, যার মধ্যে ছিল ‘জুলাই-অনির্বাণ’ নামক প্রমাণ্য চিত্রের প্রদর্শনী, যা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। মর্মস্পর্শী এ ভিডিও দেখে অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল, সাবেক অধিনায়ক মুশফিকুর রহীম, তামিম ইকবাল ও বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন, জাহানারা আলম ও বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের। ছিলেন বিভিন্ন ফেডারেশনের কর্তাব্যক্তিরাও।
ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে বিপিএলের সূচি এবং নিশ্চিত করেছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের তিনটি ভেনু। এবারের আসরে বিভিন্ন নতুন উদ্যোগের মাঝে থাকছে ডিজিটাল টিকেটিং, গ্যালারিতে দর্শকদের জন্য বিনামূল্যে পানি, উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ দেশী-বিদেশী আম্পায়ারদের উপস্থিতি। উদ্বোধনী অনুষ্ঠানটি ২৩ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, তবে চট্টগ্রাম এবং সিলেটেও উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৫ ও ২৭ ডিসেম্বর যথাক্রমে। এ বিপিএল আসরে অংশ ৭টি দল : ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্স।
‘ডানা ৩৬’ কী
ডানা ৩৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি২০ টুর্নামেন্টের অফিসিয়াল মাস্কট। যার গড়ন, ব্যবহৃত রং ও অঙ্গভঙ্গি উপস্থাপন করে স্বাধীনতা, শান্তি, মুক্তি, তারুণ্য, প্রাণবন্ততা, উৎসব এবং সীমাহীন সম্ভাবনাকে। এখানে ডানা শব্দটি পাখা অর্থে ব্যবহৃত হয়েছে, যা স্বাধীনতা ও মুক্তির প্রতীক। ডানা ৩৬ মাস্কটটি - ডানা বা পাখা প্রসারিত করা একটি সাদা পায়রা, যা শান্তির প্রতীক এবং প্রতিপাশে ১৮টি করে মোট ৩৬টি রঙিন পালক উপস্থাপন করে ৩৬শে জুলাই ২০২৪ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের অবিস্মরণীয় স্মৃতিকে, যা প্রতিটি স্বপ্নবাজ, উদ্যমী, অপ্রতিরোধ্য তরুণকে নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা যোগায়। ডানা’র স্বপ্নময় চোখ ও উজ্জ্বল হাসিতে ছড়িয়ে আছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আনন্দ এবং ক্রিকেট মাঠের অফুরন্ত সম্ভাবনা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা