০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ন ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রথম চ্যাম্পিয়ন বোতাফোগো

ট্রফি হাতে ব্রাজিলের ক্লাব বোতাফোগোর খেলোয়াড়দের উল্লাস : ইন্টারনেট -

চোয়ালবদ্ধ লড়াই করে ম্যাচ জেতার দারুণ এক নজির সৃষ্টি করল ব্রাজিলের ক্লাব বোতাফোগো। ল্যাতিন আমেরিকার সবচেয়ে মর্যাদাবান ক্লাব প্রতিযোগিতা কোপা লিবের্তাদোরেস ফাইনালে হাল ছেড়ে না দেয়ার শিক্ষাই যেন দিল ক্লাবটি। গতকাল বাংলাদেশ সময় ভোরে স্বদেশী অ্যাথলেটিকো মিনেইরোর বিপক্ষে ম্যাচের পুরো সময়টা এক জন কম নিয়ে খেলেছে বোতাফোগো। আর এই ১০ জন নিয়েই ৩-১ গোলের অভাবনীয় জয়ে ১২৫ বছরের ইতিহাসে প্রথমবার মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় বোতাফোগো।
আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের মনুন্টেল স্টেডিয়ামে কোপা লিবের্তাদোরেসের ফাইনালটা ছিল ‘অল ব্রাজিলিয়ান’। খেলা শুরু হতে না হতেই ফাউলের বাঁশি বাজান রেফারি। অ্যাথলেটিকো মিনেইরোর মিডফিল্ডার ফাউস্তা ভেরোকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন গ্রেগোরে। তবে দিনটা ছিল শুধুই বোতাফোগোর। দাঁতে দাঁত চেপে মাত্র ২০ শতাংশ বল দখলে রেখে জয় ছিনিয়ে এনেছে তারা।
সমর্থকদের আনন্দের সাগরে ভাসিয়ে ৩৫ মিনিটে বোতাফোগোকে এগিয়ে নেন লুইস এনরিকে। বিরতির খানিকটা আগে ৪৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্স তেলাস। দ্বিতীয়র্ধের মিনিট দুয়েক পর ব্যবধান কমিয়ে আনেন মিনেইরোর ফরোয়ার্ড এদুয়ার্দো ভার্গাস। ম্যাচের বাকি সময় রক্ষণে অগ্নিপরীক্ষা দিতে হয়েছে বোতোফোগোকে। সেই পরীক্ষায় উতরে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের ৭ মিনিটে জুনিয়র সান্তোসের গোলে শিরোপা নিশ্চিতের উল্লাসে মেতে ওঠে তারা।

 


আরো সংবাদ



premium cement