০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ন ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইতিহাস গড়ে জয় ইংল্যান্ডের

-

ক্রাইস্টচার্চ গতকাল ২৫৪ রানে ইনিংস শেষ হয় নিউজিল্যান্ডের। এর আগে প্রথম ইনিংসে ৩৪৮ রান সংগ্রহ ছিল স্বাগতিকদের। ইংল্যান্ডের প্রথম ইনিংস থামে ৪৯৯ রানে। ফলে চতুর্থ দিনে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১০৪ রান; যা ১২.৪ ওভারে ২ উইকেট হারিয়ে করে ফেলে স্টোকসের দল। ১০০ বা তার চেয়ে বেশি রান তাড়ায় টেস্ট ইতিহাসে যা দ্রুততম।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তৃতীয় দিন শেষেই জয়ের কাছাকাছি ছিল ইংল্যান্ড। চতুর্থ দিনে বাকি আনুষ্ঠানিকতাটুকু সেরেছেন ব্রাইডন কার্স ও জ্যাকব বেথেল। ২৯ বছর বয়সী বোলিং অলরাউন্ডার কার্সের ৬ উইকেটের পর অভিষেক টেস্টে বেথেলের আগ্রাসী ফিফটিতে দ্রুত ম্যাচ জিতে মাঠ ছাড়ল ইংল্যান্ড। চতুর্থ দিন দ্বিতীয় সেশনেই স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল সফরকারীরা। শুরুতেই জ্যাক ক্রাউলির উইকেট হারানোর পর ১৮ বলে ২৭ রান করে ফেরেন বেন ডাকেট। এরপর বেথেল ৩৭ বলে ৫০ ও ১৫ বলে ২৩ রানে জো রুট অপরাজিত ছিলেন। নিউজিল্যান্ডের ইনিংসে কার্স ৫ উইকেট নেন। মোট ১০ উইকেট ও প্রথম ইনিংসে ৩৩ রানের সুবাদে ম্যাচসেরা হন কার্স।

 


আরো সংবাদ



premium cement