০১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ন ১৪৩১, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জ্যোতির লক্ষ্য মাইলফলক

-

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ দল। টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে লাল-সবুজ জার্সিধারীরা। এবার বাংলাদেশের সামনে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার হাতছানি। আগামীকাল সিরিজের শেষ ম্যাচটি জিতে আইরিশদের হোয়াইটওয়াশ করতে চান নিগার সুলতানা জ্যোতিরা।
এর আগে বাংলাদেশ কয়েকটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে। কেবল জিম্বাবুয়েকেই তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করতে পেরেছে। এবার সামনে আইরিশরা। শেষ ওয়ানডে নিয়ে অধিনায়ক জ্যোতি বলেছেন, ‘আমাদের মাথায় আপাতত ২ পয়েন্ট। তবে আমরা জিম্বাবুয়ে ছাড়া কোনো দলকে হোয়াইটওয়াশ করতে পারিনি। দল হিসেবে খেলা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলা এবং যাকে যে দায়িত্ব দেয়া হয়েছে, সেটি করতে পারলে দিনটা এবং মাইলফলকটা আমাদের হবে।’
কঠিন সমীকরণ নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। আগামী বছর ভারতে বিশ্বকাপ খেলতে হলে আয়ারল্যান্ডের বিপক্ষে সবগুলো ম্যাচ তো বটেই, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও বাকি তিন ম্যাচ জয়ের বিকল্প নেই বাংলাদেশের। স্বাভাবিকভাবেই দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দারুণ খুশি তারা। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে পাওয়া দুই পয়েন্ট নিয়ে জ্যোতি বলেন, ‘২ পয়েন্ট পাওয়া... সিরিজ জয় অবশ্যই দলের জন্য অনেক ভালো। একটা মোমেন্টাম তৈরি করা। পয়েন্টটাই আমাদের কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ। আরো ২ পয়েন্ট পেয়ে আরো বেশি খুশি।’

 


আরো সংবাদ



premium cement

সকল