মালয়েশিয়াকে রুখে সেমির আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
- ক্রীড়া প্রতিবেদক
- ০১ ডিসেম্বর ২০২৪, ০১:৫২
জুনিয়র এশিয়া কাপ হকির তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার সাথে ২-২ গোলে ড্র করেছে চমক দেখাল লাল-সবুজের যুবারা। এই প্রতিযোগিতায় মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ড্র এটি। ২০১৫ সালে ০-৮, গত বছর ১-৫ গোলে বাংলাদেশ হেরেছিল তাদের কাছে।
ওমানকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ পাকিস্তানের কাছে দ্বিতীয় ম্যাচে ০-৬ গোলে হেরেছে। তবে মালয়েশিয়ার সাথে ড্র করে সেমিফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রাখল। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচ দলের গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে মওদুদুর রহমান শুভর শিষ্যরা। মালয়েশিয়া ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে এবং পাকিস্তান ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। বাংলাদেশ আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে চীনের বিপক্ষে। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চীন।
ওমানের আল আমিরাত হকি স্টেডিয়ামে বাংলাদেশের জন্য ম্যাচের শুরুটা ছিল হতাশাজনক। দ্বিতীয় মিনিটে গোল করে মালয়েশিয়াকে এগিয়ে দেন ড্যানিশ দানিয়াল। দ্বিতীয় কোয়ার্টারে ২৬তম মিনিটে পেনাল্টি স্ট্রোক পায় বাংলাদেশ। তবে ফরোয়ার্ড রফিজুল হাসানের শট প্রতিহত করেন মালয়েশিয়ার গোলরক্ষক। একই মিনিটে দুর্দান্ত ড্রিবলিংয়ে তিন ডিফেন্ডারকে পরাস্ত করে পেনাল্টি কর্নার আদায় করেন রফিজুল। সেটি থেকে অধিনায়ক আমিরুল ইসলাম ফ্লিকে গোল করে সমতা ফেরান। তৃতীয় কোয়ার্টারের ষষ্ঠ মিনিটে বক্সের ভেতর হিটে বাংলাদেশকে এগিয়ে দেন রফিজুল। তবে তৃতীয় কোয়ার্টারের শেষ মিনিটে পিসি থেকে গোল করে সমতায় ফেরান মালয়েশিয়ার নোরিজাম মুহাম্মাদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা