০১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ন ১৪৩১, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সাকিবকে চাচ্ছে না বিসিবি

-

টি-২০কে বিদায় বলেছেন সাকিব আল হাসান। দেশের মাটিতে খেলে টেস্টকে বিদায় বলতে চেয়েছিলেন তিনি, সে আশা পূরণ হয়নি তার। এবার ওয়ানডে ক্যারিয়ারও পড়েছে প্রশ্নের মুখে।
সাকিব এর আগে জানিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফিতে দেশের হয়ে নিজের শেষ ম্যাচ খেলতে চান। তবে চ্যাম্পিয়নস ট্রফির আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র ওয়ানডে সিরিজে সাকিবকে দেখা যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিসিবি সূত্র জানিয়েছে, ঘোষিত দলে সাকিবের নাম নেই। বোর্ডের নির্দেশেই নাকি সাকিবকে দলে রাখা হয়নি।
সূত্র মতে, সিরিজে খেলার জন্য সাকিব কিছু শর্ত দিয়েছিলেন, যা বিসিবি গ্রহণ করেনি। ফলে ৮ ডিসেম্বর শুরু হতে যাওয়া সিরিজে সাকিবের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এ অবস্থায় চ্যাম্পিয়নস ট্রফিতেও তার খেলা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।
বর্তমানে আবুধাবি টি-টেন লিগে খেলছেন সাকিব। এরপর আরো কিছু ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যেতে পারে তাকে। তবে বিপিএলে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। ফলে দেশের মাটিতে সাকিবকে আর দেখা যাবে কিনা, সেই প্রশ্ন থাকছে।

 


আরো সংবাদ



premium cement

সকল