৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অনুপযুক্ত মাঠে বিপিএল শুরু

মুন্সীগঞ্জের স্টেডিয়ামের এই শক্ত মাঠেই খেলে ইনজুরিতে পড়েছেন ব্রাদার্স ও পুলিশের ফুটবলাররা : বাফুফে -

বসুন্ধরা কিংস ৭-০ চট্টগ্রাম আবাহনী
ওয়ান্ডারার্স ০-৬ মোহামেডান
ব্রাদার্স ২-১ পুলিশ

যথাসময়ে শুরু করা যায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই লিগ গতকাল শুরু হয়েছে। তিন মাঠে গতকাল তিনটি খেলা হলেও গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম ও মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়াম ছিল খেলার অনুপযোগী। গাজীপুর বল লাফাচ্ছিল। আর মুন্সীগঞ্জের মাঠে সবুজ ঘাসের অস্তিত্ব ছিল না। ঘাস মরে হলুদ হয়ে গেছে। লিগের নতুন ভেনু গাজীপুরে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ৬-০ গোলে হারিয়েছে পেশাদার লিগের নবাগত ঢাকা ওয়ান্ডারার্সকে। মুন্সীগঞ্জের মাঠে বাংলাদেশ পুলিশকে ২-১ গোলে হারিয়ে জয়ে সিজন শুরু করেছে ব্রাদার্স ইউনিয়ন। আর নিজ মাঠে বসুন্ধরা কিংসের ৭-০ গোলের জয় চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে।

গাজীপুর স্টেডিয়ামে বড় জয়ে শুরুর পর মোহামেডান কোচ আলফাজ আহমেদের অভিযোগ, একেবারেই খেলার অনুপযোগী এই মাঠ। বল লাফাচ্ছিল। আমরা দেশের স্বার্থে, দেশের ফুটবলের স্বার্থে খেলছি। এ ছাড়া উপায়ও নেই।’ এরপরই তার পরামর্শ পেশাদার লিগ কমিটিকে। ‘ভবিষ্যতে যেন কোনোভাবেই এমন মাঠে খেলা আয়োজন করা না হয়। আগে মাঠ প্রস্তুত করে তবেই খেলা শুরু করা উচিত।’ উল্লেখ্য, গাজীপুর স্টেডিয়ামের ক্রিকেট পিচের মাটি তুলে নতুন মাটি ফেলা হয়েছে। ঘাসও লাগানো হয়েছে। আর মাঠের বিভিন্ন স্থানের গর্ত সমান করার জন্য মাটি ফেলা হয়েছে। এই স্থানগুলো সমান ছিল না।
মুন্সীগঞ্জ মাঠ আগে বেশ ভালো ছিল। তবে এবার একেবারেই ব্যতিক্রম। ব্রাদার্স ম্যানেজার আমের খানের ক্ষুব্ধ কণ্ঠ, মাঠে পানি দেয়া হয়নি। ফলে মাঠ ছিল শক্ত। হলুদ ঘাসে ছিল ইনজুরি সহায়ক ঘাসও। বাজে মাঠের কারণে আমাদের এবং পুলিশ দলের খেলোয়াড়রা ইনুজরিতে পড়েছে। আমাদের বিদেশী স্ট্রাইকার মোস্তফাতো এই মাঠের জন্য হাঁটুতে চোট পান। ইনজুরির জন্য মোস্তফাসহ অন্য দুই বিদেশী মাঠ ছাড়তে বাধ্য হন।’ জাতীয় দলের এই ম্যানেজারের অভিযোগ, লিগের প্রথম ম্যাচেই আমাদের তিন ফুটবলার মাঠের কারণে ইনজুরিতে। আমাদের এই ক্ষতিটা কে পুষিয়ে দেবে।
মুন্সীগঞ্জ মাঠে দর্শক ও মিডিয়ার উপস্থিতি নিষিদ্ধ। তবে খেলা শুরুর আগে বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফের জোরালো বক্তব্যের পর দ্বিতীয়ার্ধে কিছু দর্শক খেলা দেখার অনুমতি পায়। জানান আমের খান।

ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত গোল উৎসব করেছে মোহামেডান। ৫ মিনিটে ইমানুয়েল সানডের গোলে শুরু। এরপর ২৪ ও ৮৯ মিনিটে জোড়া গোল সোলেমান দিয়াবাতের। এ ছাড়া ১৯ মিনিটে রাকিব, ৮০ মিনিটে আর্নেস্ট বোয়েটাং এবং ৯৩ মিনিটে সৌরভ দেওয়ান গোল করেন।
মুন্সীগঞ্জে পুলিশের বিপক্ষে ২৯ মিনিটে মেডি সিসের গোলে লিড নেয় ব্রাদার্স। ৪৪ মিনিটে মানিক হোসেন মোল্লার গোলে পুলিশ সমতা ফিরিয়ে আনলেও ৬২ মিনিটে জাকারিয়া দারবোয়ের গোলে জয় পায় গোপীবাগের দলটি।
কিংস এরিনায় বসুন্ধরা কিংসের সামনে দাঁড়াতেই পারেনি চট্টগ্রাম আবাহনী। প্রধমার্থে চার গোলে এগিয়ে থাকা বর্তমান চ্যাম্পিয়নরা বিরতির পর আরো তিন গোল পায়। ফরাসি স্ট্রাইকার জারের্ড খাসা (৩ ও ৩৯ মি.) এবং স্থানীয় রাকিব হোসেন ( ৭৩ ও ৮৪ মি.) করেন জোড়া গোল। এ ছাড়া ২৩ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম, ২৯ মিনিটে ব্রাজিলের মিগুয়েল ফিগেইরো এবং ৭০ মিনিটে মজিবুর রহমান জনি গোল করেন।


আরো সংবাদ



premium cement
আজ তামিলনাড়ুতে আঘাত হানবে '‌ফেনজল'! মির্জা ফখরুল ১০ দিনের সফরে আজ যুক্তরাজ্যে যাচ্ছেন চিন্ময় দাসের গ্রেফতারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে : জাতিসঙ্ঘে বাংলাদেশ গাজার উত্তর-দক্ষিণাঞ্চলের গভীরে ইসরাইলি ট্যাংক, নিহত ৪২ রাজধানীতে আসছে শীতের প্রচুর সবজি ওপারে রাতভর বোমার বিস্ফোরণ আতঙ্কে নির্ঘুম টেকনাফবাসী সীমান্তের ওপারে ফ্যাসিস্ট বসে নতুন নতুন ষড়যন্ত্র করছে : মির্জা ফখরুল আওয়ামী শাসনামলের চেয়ে সংখ্যালঘুরা নিরাপদে আছে সেন্টমার্টিনে বছরে দেড় লাখের বেশি পর্যটক ভ্রমণ করে বিজেপি নির্দিষ্ট একটি ধর্মের প্রতি প্রতিহিংসাপ্রবণ : মমতা চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, সতর্ক ও সচেতন থাকতে হবে : ডা: শফিক

সকল