আজই সিরিজ চান টাইগ্রেসরা
- ক্রীড়া প্রতিবেদক
- ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৫৭
আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জয়ে সিরিজে ইতোমধ্যেই ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ। প্রথমবারের মতো খেলা দ্বিপক্ষীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে দুই দল। এই ম্যাচ জয়ে সিরিজ আজই নিশ্চিত করতে চাই টাইগ্রেসরা। তবে সিরিজে সমতা ফিরতে মরিয়া আইরিশরা। ম্যাচটি সকাল ১০টায় শুরু হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
প্রথম ম্যাচে জয়ের মঞ্চটা গড়ে দিয়েছিলেন ব্যাটাররা। শারমিন আক্তার সুপ্তার ৯৬ ও ফারজানা হকের ৬১ রানের সুবাদে বাংলাদেশ নারী দল চার উইকেটে রেকর্ড ২৫২ রান করে। ব্যাটারদের পর বোলারদের সৌজন্যে আয়ারল্যান্ডকে ৯৮ রানে অলআউট করে ১৫৪ রানের বড় জয় পায় নিগার সুলতানার দল।
দ্বিতীয় ওয়ানডে সামনে রেখে গতকাল মিরপুরে প্র্যাকটিসে ব্যস্ত ছিল টাইগ্রেসরা। প্র্যাকটিসের ফাঁকে দীর্ঘ সময় পর দলে ফিরে দুর্দান্ত ইনিংস খেলায় সুপ্তার প্রশংসা করলেন বাংলাদেশের কোচ। জাতীয় দলে না থাকলেও এই ব্যাটার নীরবে কাজ করে গিয়েছেন কোচ সালাউদ্দিনের কাছে।
সুপ্তার এমন প্রত্যাবর্তন নিয়ে নারী দলের ব্যাটিং কোচ নাসিরুদ্দিন ফারুক বলেন, ‘আমার কাছে মনে হয় সুপ্তা অনেক পরিশ্রমী। ওর অনুশীলনের প্যাটার্ন আগে থেকেই ভালো ছিল। সালাউদ্দিন ভাইয়ের কাছে সবসময় নার্সিংয়ে ছিল। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা সবচেয়ে ভালো লেগেছে ওর যে খেলার প্যাটার্ন, প্রসেস সেটাকে ব্যাক করেছে নিজের খেলাটাকে। সেটার জন্য মানসিকভাবে অনেক ভালো অবস্থায় ছিল।’
বাংলাদেশ দলের খেলোয়াড়রা ব্যাটে-বলে ব্যস্ত দিন কাটালেও দ্বিতীয় ম্যাচের আগে বিরতির দিনে অন্য রকম সময় কাটালেন আয়ারল্যান্ড নারী ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় বাংলাদেশের আলোচিত বাহন রিকশাতে করে ঘুরলেন তারা। দুপুরে হঠাৎ মিরপুর স্টেডিয়ামে বেশ কয়েকটি রিকশা দেখা যায়। একটু পর সেগুলোতে উঠে বসেন আইরিশ মেয়েরা। অনভ্যস্ত হওয়ায় এই বাহনে চড়তে কেউ কেউ ইতস্তত বোধ করছিলেন। তবে সবাই খুব মজা পেয়েছেন রিকশায় চেপে। কোনো কোনো আইরিশ ক্রিকেটার তো নিজেই রিকশা চালালেন। সতীর্থকে পেছনে বসিয়ে নিজেই চালিয়েছেন রিকশা।
ছুটির দিন বলে রাস্তা ছিল অনেকটা ফাঁকা। রিকশাগুলো মেয়েদের নিয়ে স্টেডিয়াম থেকে বেরিয়ে ফাঁকা রাস্তায় ঘুরে বেড়ান। এ সময় রিকশাওয়ালার সাথে অনেককে ছবিও তুলতে দেখা যায়। নিজেরাও সেলফি ও ছবি তুলে দিনটিকে স্মৃতির পাতায় রাখার চেষ্টা করেছেন আয়ারল্যান্ড দলের ক্রিকেটাররা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা