৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তামিমের সেঞ্চুরিতে বাংলাদেশের জয়

-

সংযুক্ত আরব আমিরাতে গতকাল থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশী যুবারা। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ২২৮ রান করে বাংলাদেশ। এই রান তুলতে বড় অবদান ছিল বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিমের। ৮ চার ৪ ছক্কায় ১৩৩ বলে ১০৩ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। লক্ষ্য তাড়ায় ১৮৩ রানেই অলআউট হয় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ফলে ৪৫ রানের জয়ে শুরু চ্যাম্পিয়ন বাংলাদেশের।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গতকাল টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারে ৫ বলে ০ রানে ওপেনার জাওয়াদ আবরার আউট হলে শুরুতেই ধাক্কা খায় যুবারা। এরপরই বীরের ভূমিকায় অবতীর্ণ হন পরবর্তী দুই ব্যাটার কালাম সিদ্দিকী ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ১৪৪ রানের দুর্দান্ত জুটি গড়ার পর ১১০ বলে ৬৬ রান করে সাজঘরে ফেরেন সিদ্দিকী। ৫ চার ও ১ ছক্কায় ইনিংস সাজান তিনি। উইকেটে এসে দাঁড়াতেই পারেননি দেবাশীষ দেবা (১)। এরপর ১০ রান আসে মোহাম্মদ শিহাব জেমসের ব্যাটে। রিজান আহমেদের ৫ রান। এরই মাঠে ৪৭তম ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন আজিজুল। ছক্কা হাঁকিয়ে ১০৩ রান করার পরের বলেই উজাইরুল্লাহর ক্যাচে পরিণত হন নুরিস্তানি ওমরজাইয়ের বলে। এরপর মারুফ মৃধা শূন্যতেই রানআউটে ফিরলে রাফিউজ্জামান রাফি ১০ বলে ১১ ও ১ রান নিয়ে অপরাজিত ছিলেন ইকবাল হোসেন ইমন। আফগানদের হয়ে ২টি উইকেট নেন আব্দুল আজিজ।
২২৯ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুটা ধীরগতিতে করে আফগানিস্তান। ৮ ওভারে কোনো উইকেট না হারালেও স্কোরবোর্ডে ওঠে মাত্র ২০ রান। এর পরের ওভারে মারুফ মৃধার বলে উজাইরুল্লাহ নিয়াজাই ক্যাচ দিলে ২১ রানের ওপেনিং জুটি ভাঙে। দ্বিতীয় উইকেট জুটিতে ৪৫ রান যোগ করেন আফগান অধিনায়ক মাহবুব খান ও ফয়সাল খান আহমদজাই। এবার রাফিউজ্জামান রাফির বলে ১৬ রান করে বোল্ড হয়ে ফিরেন মাহবুব। ফিফটি পূর্ণ করে ফয়সাল (৫৮) বিদায় নিলেই জয়ের সুবাতাস পেতে থাকে বাংলাদেশী যুবারা।
এরপর নাসির খান মারুফখিল ৩৪, বরকত ইব্রাহিমজাই ১৯ ও নাজিফুল্লাহ আমিরি ১৭ রান করলেও পরাজয় ঠেকাতে পারেনি আফগানিস্তান। শেষের দিকে কোনো ব্যাটারই উইকেটে থিতু হতে ব্যর্থ হলে ৪৭.৫ ওভারেই অলআউট হয় আফগানিস্তান। আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন তিনটি করে উইকেট নেন। মারুফ মৃধা দু’টি ও একটি উইকেট নেন রাফিউজ্জামান রাফি।

 


আরো সংবাদ



premium cement
২ বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের জিডিপি বৃদ্ধির হার দিল্লিতে দূষণের সাথে শীতের কামড়, তাপমাত্রা ১০ ডিগ্রি! আজ তামিলনাড়ুতে আঘাত হানবে '‌ফেনজল'! মির্জা ফখরুল ১০ দিনের সফরে আজ যুক্তরাজ্যে যাচ্ছেন চিন্ময় দাসের গ্রেফতারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে : জাতিসঙ্ঘে বাংলাদেশ গাজার উত্তর-দক্ষিণাঞ্চলের গভীরে ইসরাইলি ট্যাংক, নিহত ৪২ রাজধানীতে আসছে শীতের প্রচুর সবজি ওপারে রাতভর বোমার বিস্ফোরণ আতঙ্কে নির্ঘুম টেকনাফবাসী সীমান্তের ওপারে ফ্যাসিস্ট বসে নতুন নতুন ষড়যন্ত্র করছে : মির্জা ফখরুল আওয়ামী শাসনামলের চেয়ে সংখ্যালঘুরা নিরাপদে আছে সেন্টমার্টিনে বছরে দেড় লাখের বেশি পর্যটক ভ্রমণ করে

সকল