ম্যান ইউর জয় টটেনহ্যামের ড্র
- ক্রীড়া ডেস্ক
- ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৫৬
ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচ ড্র দিয়ে শুরু করেছিলেন কোচ রুবেন আমোরিম। পর্তুগিজ কোচের দ্বিতীয় পরীক্ষা ছিল ইউরোপা লিগে নরওয়েজিয়ান ক্লাব বোডো/গ্লিমটের বিপক্ষে। গত পরশু সেই পরীক্ষায় ঘাম ঝরিয়ে পাস করে ইংলিশ ক্লাবটির হয়ে প্রথম জয়ের স্বাদ পেলেন আমোরিম। ইউরোপা লিগে বোডো/গ্লিমেটের বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-২ গোলে জিতেছে ম্যান ইউ। রেড ডেভিলদের হয়ে জোড়া গোল করেন রাসমুস হয়লুন্দ।
একই সময়ে হওয়া আরেক ম্যাচে রোমার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে টটেনহ্যাম। জয়ের দিকেই এগোচ্ছিল ইংলিশ ক্লাবটি। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের প্রথম মিনিটে রোমার ডিফেন্ডার ম্যাটস হিউমেলসের গোলে কপাল পোড়ে তাদের। পাঁচ ম্যাচে তিন জয়ের সাথে একটি করে ম্যাচ হেরে ও ড্র করে ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে টটেনহ্যাম। ৬ পয়েন্ট সংগ্রহ করা রোমার অবস্থান ২১তম। অন্য দিকে সমান ম্যাচ খেলা ম্যান ইউ ৯ পয়েন্ট নিয়ে তালিকায় ১২তম।
ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ শুরু হতে না হতেই গোল পেয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের গোলরক্ষকের হাস্যকর ভুলের সুযোগ লুফে নিয়ে দলকে এগিয়ে দেন আলেজান্দ্রো গারনাচো। ম্যাচের প্রথম মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে ৩৩ বছর আগের এক রেকর্ড আবার লিখল ম্যান ইউ। ১৯৯১ সালের পর ইউরোপের প্রধান কোনো টুর্নামেন্টে ১ মিনিট পেরোনোর আগেই গোল পেল ইউনাইটেড। এরপর ১৯ ও ২৩ ম্যান ইউর গ্যালারি ভর্তি দর্শকদের স্তব্ধ করে দিয়ে স্বাগতিকদের জালে পরপর দুইবার বল পাঠায় বোডো/গ্লিমেট। পরে প্রথামার্ধের শেষদিকে হয়লুন্দের দারুণ এক গোলে ২-২ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়র্ধের মিনিট পাঁচেক পরই জোড়া গোল পূর্ণ করে দলকে ২-৩ ব্যবধানে এগিয়ে দেন ডাচ ফরোয়ার্ড। ম্যাচের বাকি সময়টা আর গোলের দেখা পায়নি কোনো দল।
পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে হারের শঙ্কা চেপে বসেছিল ম্যান ইউর। ম্যাচ শেষে সেটা অকপটে স্বীকার করেন আমোরিমে। ইংলিশ জায়ান্ট ক্লাবটির কোচ বলেন, সত্যি কথা বলতে একটা রাইডের মতে ছিল। শুরুটা ভালো করেছি আমারা, এরপর দু’টি গোল হজম করি। ছেলেরা যেভাবে আমাদের মতোই খেলতে চেষ্টা করেছে, তা ভালো লেগেছে আমার। যোগ করেন, এসব বিশেষ কিছু, পর্তুগাল থেকে এসেছি। অর্ধেক গ্যালারিও আমাকে চেনে না।
এছাড়া অন্য ম্যাচগুলোতে রিয়েল সোসিয়েদেদ ২-০ গোলে আয়াক্সকে, স্লাভিয়া প্রাগকে ১-২ গোলে ফেনেরবাচে, নিসেকে ১-৪ গোলে রেঞ্জার্স এবং এফসি মিডজিল্যান্ডকে ১-২ গোলে হারায় ফ্রাঙ্কফ্রুট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা