ফিফা বর্ষসেরার তালিকায় মেসি
- ক্রীড়া ডেস্ক
- ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৫৫
ব্যালন ডি’অরের সেরা ৩০ জনের তালিকায় ছিলেন না লিওলেন মেসি। তবে ফিফার বর্ষসেরা পুরস্কারের সেরা ১১ জনের তালিকায় আর্জেন্টিনার মহাতারকার নাম। গত পরশু ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বর্ষসেরা পুরস্কার ‘দ্য বেস্ট-২০২৪ এর মনোয়ন তালিকা প্রকাশ করে। ছেলেদের ও মেয়েদের বিভাগে সেরা ফুটবলার ও কোচের তালিকা প্রকাশ করেছে ফিফা।
সেরা ১১ জনের তালিকায় ছয়জনই রিয়াল মাদ্রিদের ফুটবলার। দানি কার্ভাহাল, টনি ক্রুস। ফেদেরিকো ভালভের্দে, ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, জুডে বেলিংহামের সাথে আছেন লিওনেল মেসি, লামিনে ইয়ামাল, আলিং হলান্ড, ফ্লোরিয়ান রিৎজ এবং এবারের ব্যালন ডি’অর জয়ী রদ্রি। ছেলেদের বিভাগে বর্ষসেরা পাঁচ কোচের তালিকায় আছেন কার্লো অ্যানচেলোত্তি, পেপ গার্দিওলা, জাবি আলোনসো, লুই দে লা ফুয়েন্তে ও লিওনেল স্কালোনি। ইন্টার মিয়ামি তারকা মেসির বর্ষসেরা তালিকায় স্থান পাওয়া নিয়ে নিজেদের ওয়েবসাইটে ফিফা লিখেছে, তার অনুপ্রেরণামূলক পারফরম্যান্সে ২০২৩ লিগস কাপের পর মিয়ামি ২০২৪ সাপোর্টাস শিল্ড জিতেছে, যেটি এমএলএস দলগুলোর মধ্যে রেকর্ড় গড়ে। এ ছাড়া মেসির নেতৃত্বে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। এর সাথে বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলে সর্বোচ্চ ছয় গোল করে তিনি বছর শেষ করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা