২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

১৫ বছর পর রিয়ালকে হারাল লিভারপুল

কোডি গাকপোর গোলের আনন্দে ভাগ বসিয়েছেন লিভারপুল সতীর্থ সালাহ ও ভ্যান ডাইকরা : ইন্টারনেট -

ছুটতে থাকা লিভারপুলের বিপক্ষে পাত্তাই পেল না রিয়াল মাদ্রিদ। পুরো ম্যাচজুড়ে আধিপত্য বজায় রেখে অনায়াসে জয় পেয়েছে আর্নে সøটের ‘অজেয়’ দল। চ্যাম্পিয়ন্স লিগে গত পরশু বার্নাব্যুর দলটির বিপক্ষে ২-০ গোলে জয়ে ১৫ বছরের দীর্ঘ অপেক্ষাও ঘোচালো অ্যানফিল্ডের দলটি। নতুন সংস্করণের এই লিগে পাঁচ ম্যাচের সব ক’টিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল রেড ডেভিলরা। অন্য দিকে সমান ম্যাচ খেলে তিন হারে ধুঁকছে কার্লো অ্যানচেলোত্তির দল। ৬ পয়েন্ট সংগ্রহ করে তালিকায় ২৪তম স্থানে ক্লাবটি। টুর্নামেন্টের সবচেয়ে সফল স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির এখন সরাসরি শেষ ষোলোতে যাওয়াটা অনিশ্চিত হয়ে গেল।
একই রাতে অন্য ম্যাচে জুভেন্টাসকে গোলশূন্য ড্র’তে রুখে দিয়েছে অ্যাস্টন ভিলা। ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগরেভের বিপক্ষে তাদের ঘরের মাঠে ৩-০ গোলে জিতেছে বুরুশিয়া ডর্টমুন্ড। রোমাঞ্চর ম্যাচে মোনাকোকে ৩-২ গোলে হারিয়েছে বেনফিকা। ম্যাচে জোড়া অ্যাসিস্ট করা অ্যাঞ্জেল ডি মারিয়া দারুণ এক মাইলফলক অতিক্রম করেন। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে ৪১ গোলে সহায়তা করে দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক এখন সাবেক আর্জেন্টাইন উইঙ্গার। এক অ্যাসিস্ট বেশি নিয়ে শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো।
সবশেষ ২০০৯ সালে রিয়ালের বিপক্ষে জয় পেয়েছিল লিভারপুল। এর মধ্যে দুই দলের আটবারের মুখোমুখি লড়াইয়ে সাতটিতেই স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে হেরেছে অ্যান ফিল্ডের দলটি। দেড় দশকের অতীতের অপেক্ষা ঘুঁচিয়ে অবশেষে জয় ছিনিয়ে এনেছে মোহাম্মদ সালাহরা। নিজেদের মাঠে অতিথিদের নাকাল করে ছেড়েছে তারা। রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া প্রাচীর হয়ে না দাঁড়ালে আরো বড় ব্যবধানে হার হজম করতে হতো কিলিয়ান এমবাপ্পেদের। প্রথামার্ধে স্বাগতিকদের লক্ষ্যে রাখা তিনটি শট ঠেকিয়ে দেন এই বেলজিয়াম গোলরক্ষক।
অ্যানফিল্ডে ম্যাচের ৫২ মিনিটে ম্যাক অ্যালিস্টারের গোলে এগিয়ে যায় লিভারপুল। চলতি আসরে আর্জেন্টাইন মিডফিল্ডারের এটি দ্বিতীয় গোল। ম্যাচের দ্বিতীয় গোলটি আসে বদলি নামা কোডি গাকপোর নৈপুণ্যে। অ্যান্ড্রু রবার্টসনের ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন ডাচ এই ফরোয়ার্ড। এর আগে দুই দলের পেনাল্টি মিসের নাটকীয়তা দেখা যায়। ৬০ মিনিটে রিয়ালের পক্ষ থেকে পেনাল্টি নিয়ে দলকে সমতায় ফেরাতে ব্যর্থ হন এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডের দুর্বল শট ঠেকিয়ে দেন আইরিশ গোলরক্ষক কুইভিন কেলেহার। ১০ মিনিট পরই এবার একই ভাগ্যবরণ করতে হয় সালাহকে। পেনাল্টি নিতে এসে গোলপোস্টের বাইরে বল পাঠিয়ে দেন মিসরীয় এই ফরোয়ার্ড।
১৫ বছরের লম্বা সময়ের পর রিয়ালকে হারাতে পেরে স্বভাবতই আনন্দে ভাসছেন সট। লিভারপুল কোচ বলেন, আপনারা জানেন অনেকবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা দলটির বিপক্ষে খেলা কতটা বিশেষ। অনেক বছর ধরে লিভারপুলের জন্য তারা কষ্টের কারণও ছিল।
এ দিকে পেনাল্টি মিস করে রিয়াল মাদ্রিদের খলনায়ক বনে যাওয়া এমবাপ্পের দায় দেখেছেন না অ্যানচেলোত্তি। নিজেকে হারিয়ে খোঁজা শিষ্যকে সমর্থন ও সাহস জুগিয়েছেন এই কোচ। রিয়াল কোচ বলেন, হতে পারে তার আত্মবিশ্বাসের অভাব। তার জন্য এটা কঠিন সময়। তাকে আমাদের সমর্থন ও ভালোবাসা দিতে হবে। দ্রুতই সে ছন্দ ফিরে পাবে।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশকে ধবলধোলাই করতে চায় ওয়েস্ট ইন্ডিজ ‘মা, আমার এখন কি হবে’? আতংকিত এ প্রশ্ন আহত জিল্লুরের ভারতে ব্যাটিং করার মাঝেই মৃত্যু ক্রিকেটারের লেবাননে চুক্তি লঙ্ঘনের অভিযোগ, গুলিবর্ষণ ইসরাইলের মধ্য গাজায় ইসরাইলের বিমান হামলা, নিহত ১৭ পাকিস্তানে প্রতিবাদের খবর দেয়ায় সাংবাদিকের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ দর্শনায় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার বাহাদুর শাহ পার্ক : ইতিহাসের নীরব সাক্ষী পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক নিষিদ্ধ অস্ট্রেলিয়ায় ‘হাইব্রিড মডেল’ মানবে না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা বাড়ল

সকল