জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ পাকিস্তানের
- ক্রীড়া ডেস্ক
- ২৯ নভেম্বর ২০২৪, ০০:০৫
ছয় ম্যাচে ২২ রান, সর্বোচ্চ ১৭। অবশ্য ছয় ম্যাচের মাত্র দু’টিতে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন পাকিস্তানের ব্যাটার কামরান গুলাম। এবার সপ্তম ম্যাচে টপঅর্ডারে ব্যাটিংয়ে নেমে নিজের জাত চেনালেন তিনি। স্বাগতিক বোলারদের তুলোধুনো করে ৯৯ বলে করলেন ১০৩ রান। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাজেভাবে হারের পর দ্বিতীয়টি দুর্দান্ত জয়ে সিরিজে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। আর সিরিজের শেষ ম্যাচে গতকাল আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৩০৩ রান সংগ্রহ পায় সফরকারীরা। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২০৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ৯৯ রানের জয়ে সিরিজ নিজেদের করে নিলো পাকিস্তান।
বুলাওয়েতে গতকাল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ব্যাটিংয়ে নেমে ১২ ওভারে ৫৮ রান আসার পরের ওভারেই দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরিয়ান সায়েম আইয়ুব ফেরেন ৩১ রানে। উইকেটে আসেন কামরান। দলীয় ১১২ রানে দ্বিতীয় উইকেটের পতন পাকিস্তানের। ব্যক্তিগত ৫০ করে ফেরেন আবদুল্লাহ শফিক। অধিনায়ক রিজওয়ানের ব্যাট থেকে আসে ৩৭ রান। ২৩২ রানের মাথায় ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি (১০৩) করে আউট হন কামরান। শেষের দিকে সালমান আগার ৩০ ও তাইয়েব তাহিরের অপরাজিত ১৬ বলে ২৯ রানে ভর করে ছয় উইকেট হারিয়ে বড় সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান।
জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট পতন শুরু হয় জিম্বাবুয়ের। দলীয় ছয় রানে প্রথম উইকেট আর ১৭.৫ ওভারে ৯০ রান তুলতেই চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৪০.১ ওভারে ২০৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। সেঞ্চুরির পর বল হাতে এক উইকেট নিয়ে ম্যাচসেরা হন কামরান গুলাম। সিরিজেসেরা সায়েম আইয়ুব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা